রাজনীতি

মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা দিনরাত চলছে প্রচার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

১ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

আসন্ন সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সারাদেশে বইছে উৎসবের আমেজ। দিন কি রাত, সমানতালে চলছে প্রার্থীদের প্রচার-প্রচারণা। আজ প্রচারণার তৃতীয় দিনে ভোটারদের মন জয় করতে বিরামহীনভাবে মাঠ চষে বেড়াচ্ছেন প্রার্থীরা।

দেশের প্রতিটি নগর থেকে গ্রাম, পাড়া-মহল্লার অলিগলিতে এখন কেবলই ভোটের গুঞ্জন। প্রার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে জনপদ। সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে তারা দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতির ডালি। সাতসকাল থেকেই কর্মী ও সমর্থকদের বিশাল বহর নিয়ে গণসংযোগ করছেন তারা।

 

নির্বাচনি পরিবেশকে আরও প্রাণবন্ত ও অর্থবহ করতে সব প্রার্থীর জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন প্রার্থীরা।


ডিবিসি/কেএলডি

আরও পড়ুন