প্রায় সোয়া ৪ ঘণ্টা পর কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের স্ক্র্যাপ ইয়ার্ডের (পরিত্যক্ত মালামালের স্তূপের) আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে বলা হচ্চে পরিত্যক্ত মালামালের স্তূপ থেকে আগুনের সূত্রপাত হয়। সোমবার (১২ জানুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে এ আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছেন বিদ্যুৎকেন্দ্র সংশ্লিষ্টরা।
মহেশখালী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সালাহউদ্দিন কাদের চৌধুরী মঙ্গলবার (১৩ জানুয়ারি) সকাল দশটার দিকে জানান, বর্তমানে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এসেছে। কয়লা বিদ্যুৎকেন্দ্রের নিজস্ব কর্মীদের পাশাপাশি মহেশখালী ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট সোয়া ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
এর আগে সোমবার রাত পৌনে ৯টার দিকে মাতারবাড়ি বিদ্যুৎকেন্দ্রের টাউনশিপ এলাকা সংলগ্ন মূল উৎপাদন কেন্দ্র থেকে কিছুটা দূরে পরিত্যক্ত মালামালের স্তূপে আগুন লাগে। এতে দ্রুত আগুন ছড়িয়ে পড়তে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটসহ প্রকল্পের নিজস্ব অগ্নিনির্বাপণ ইউনিটের কর্মীরা।
মহেশখালী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের ইনচার্জ সালাহউদ্দিন কাদের চৌধুরী বলেন, রাতে বিদ্যুৎকেন্দ্রের পরিত্যক্ত ময়লার স্তূপে আকস্মিক আগুন লাগার ঘটনা ঘটে। এতে মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় ক্ষয়ক্ষতির ব্যাপারে বিস্তারিত তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
ডিবিসি/কেএলডি