মাত্র ৩ বছর ৭ মাস ২০ দিন বয়সে দাবার দুনিয়ায় ইতিহাস গড়ল ভারতের শিশু সর্বজ্ঞ সিং কুশওয়াহা। বিশ্বের সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে আন্তর্জাতিক দাবা সংস্থার (ফিদে) আনুষ্ঠানিক স্বীকৃতি বা ‘রেটিং’ অর্জন করে নতুন বিশ্বরেকর্ড গড়েছে সে। এর মাধ্যমে সর্বজ্ঞ ভেঙে দিয়েছে তার স্বদেশী অনীশ সরকারের রেকর্ড, যে গত বছর ৩ বছর ৮ মাস ১৯ দিন বয়সে এই মর্যাদা পেয়েছিল।
ভারতের মধ্যপ্রদেশের একটি নার্সারি স্কুলের ছাত্র সর্বজ্ঞ। আন্তর্জাতিক খেলোয়াড়ের এই মর্যাদা পেতে হলে একজন দাবাড়ুকে অন্তত তিনজন স্বীকৃত বা রেটেড খেলোয়াড়ের বিরুদ্ধে জিততে হয়।
সর্বজ্ঞ তার রাজ্য ও ভারতের বিভিন্ন স্থানে আয়োজিত টুর্নামেন্টে তিনজন স্বীকৃত খেলোয়াড়কে হারিয়ে এই কৃতিত্ব অর্জন করে। বর্তমানে তার ‘র্যাপিড রেটিং’ বা আন্তর্জাতিক স্কোর ১,৫৭২।
সর্বজ্ঞের বাবা সিদ্ধার্থ সিং বলেন, ‘আমাদের ছেলে বিশ্বের সর্বকনিষ্ঠ দাবাড়ু হিসেবে আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ায় আমরা অত্যন্ত গর্বিত। আমাদের স্বপ্ন, সে একদিন গ্র্যান্ডমাস্টার হবে।’
দাবায় এই রেটিং বা স্বীকৃতি মূলত একজন খেলোয়াড়ের খেলার মান ও দক্ষতা বিচার করে। প্রসঙ্গত, বর্তমানে র্যাপিড দাবায় বিশ্বের শীর্ষ খেলোয়াড় ম্যাগনাস কার্লসেনের রেটিং ২,৮২৪।
ভারত সাম্প্রতিক সময়ে দাবা বিশ্বে এক শক্তিশালী নাম, যেখান থেকে বিশ্বনাথন আনন্দ এবং বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন গুকেশ ডোমরাজুর মতো তারকারা উঠে এসেছেন।
সূত্র: দ্য গার্ডিয়ান
ডিবিসি/এনএসএফ