বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় এক মর্মান্তিক ঘটনায় আদরের সন্তানকে পিটিয়ে হত্যার পর থানায় এসে আত্মসমর্পণ করেছেন বাবা ও মা। নিহত যুবক হাসান গাজী (২৫) দীর্ঘদিন ধরে মাদকের সঙ্গে জড়িত ছিলেন বলে জানিয়েছে তার পরিবার।
মঙ্গলবার (২৯শে জুলাই) দুপুরে বাকেরগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের ভরপাশা এলাকায় এই ঘটনা ঘটে।
নিহতের বাবা জাফর গাজী ও মা নাজমা বেগম থানায় এসে জানান, প্রায় এক বছর ধরে তাদের একমাত্র ছেলে হাসান গাজী মাদকে আসক্ত হয়ে পড়ে। মাদক সেবনের টাকার জন্য প্রায়ই সে পরিবারের সদস্যদের ওপর অত্যাচার করত। ঘটনার দিন মঙ্গলবার দুপুরে হাসান তার মা নাজমা বেগমের কাছে মাদক কেনার জন্য ৫ হাজার টাকা চায়। টাকা দিতে অস্বীকৃতি জানালে সে তার মাকে শারীরিক নির্যাতন শুরু করে।
এ সময় বাবা জাফর গাজী ঘরে এসে ছেলেকে থামানোর চেষ্টা করলে হাসান তার ওপরও চড়াও হয়। নিজের এবং স্ত্রীর জীবন রক্ষার্থে জাফর গাজী ঘরে থাকা একটি স্টিলের পাইপ দিয়ে হাসানের মাথায় আঘাত করেন। আঘাতে হাসান মাটিতে লুটিয়ে পড়লে তাকে ঘরে রেখেই বাকেরগঞ্জ থানায় ছুটে যান জাফর গাজী ও নাজমা বেগম এবং পুলিশের কাছে আত্মসমর্পণ করেন।
পরে স্থানীয়রা গুরুতর আহত হাসান গাজীকে উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন তৈরি করে এবং লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। এই ঘটনায় পুলিশ বাদী হয়ে বাকেরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। নিহত সন্তানের বাবা জাফর গাজীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।
ডিবিসি/আরএসএল