আন্তর্জাতিক, এশিয়া

মাদকাসক্ত হয়ে থাইল্যান্ডের রাস্তায় অদ্ভুত আচরণ, ভারতীয় যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

৫ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

থাইল্যান্ডের ব্যাংককে মাদক সেবনের পর অদ্ভুত আচরণ এবং জনসাধারণের মধ্যে আতঙ্ক ছড়ানোর অভিযোগে এক ভারতীয় যুবককে আটক করা হয়েছে। সোমবার (১৩ই অক্টোবর) বিকেলে ব্যাংককের জনপ্রিয় সিয়াম স্কয়ারে এই ঘটনা ঘটে। কর্তৃপক্ষ ধারণা করছে, গাঁজা সেবনের ফলে সৃষ্ট হ্যালুসিনেশনের কারণে তিনি এমন আচরণ করছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি সিয়াম স্কয়ার সয় ৬-এ ঘোরাঘুরি করার সময় চিৎকার করছিলেন এবং পথচারীদের উদ্দেশ্যে গালিগালাজ ছুড়ছিলেন। এসময় তিনি তার হাতে থাকা পিস্তল আকৃতির একটি বস্তু মানুষের দিকে তাক করে ভয় দেখান, যা এলাকায় আতঙ্ক ছড়িয়ে দেয়।

 

খবর পেয়ে পুলিশ ও নিরাপত্তা রক্ষীরা ঘটনাস্থলে পৌঁছে তাকে শান্ত করার চেষ্টা করেন। কিন্তু ৪১ বছর বয়সী সাহিল রাম থাদানি নামের ওই ব্যক্তি সহযোগিতা করতে অস্বীকার করেন এবং কর্মকর্তাদেরও ওই বস্তুটি দিয়ে হুমকি দেন। পরে তাকে আটক করার পর জানা যায়, বস্তুটি আসলে একটি পিস্তল আকৃতির সিগারেট লাইটার।

 

এই ঘটনায় কেউ আহত না হলেও থাদানিকে পাঠুম ওয়ান পুলিশ স্টেশনে নিয়ে যাওয়া হয়েছে। তার বিরুদ্ধে হুমকি দেওয়া এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার অভিযোগ আনা হয়েছে।

 

একটি পুলিশি প্রতিবেদন অনুসারে, সাহিল রাম থাদানি এর আগে ভারতে তিনটি কোম্পানির পরিচালক হিসেবে কাজ করেছেন, যেগুলো বর্তমানে বন্ধ রয়েছে। তিনি কতদিন ধরে থাইল্যান্ডে অবস্থান করছেন এবং এর আগে এ ধরনের কোনো ঘটনা ঘটিয়েছেন কিনা, তা খতিয়ে দেখছে স্থানীয় কর্তৃপক্ষ।
 

সূত্র: এনডিটিভি

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন