রাজধানীর বাসাবো-মাদারটেক-নন্দীপাড়া প্রধান সড়কে দীর্ঘদিন ধরে চলা ড্রেন ও স্যুয়ারেজ লাইন নির্মাণের কাজ শেষ না হওয়ায় পুরো বিষয়টি চরম ভোগান্তিতে রূপ নিয়েছে। অথচ এলাকার পানি নিষ্কাশন সমস্যা সমাধানেই এই প্রকল্পটি হাতে নেওয়া হয়েছিল। এ বিষয়ে কথা বলেননি সিটি করপোরেশনের কেউ।
এই দৃশ্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৭৪ নম্বর ওয়ার্ডের। দেখতে উন্নয়নের কাজ মনে হলেও ভোগান্তির শেষ নেই। বাসাবো-মাদারটেক থেকে নন্দীপাড়া পর্যন্ত ১৩ টি মার্কেটের পাশ দিয়ে প্রধান সড়কজুড়ে চলছে ড্রেন ও স্যুয়ারেজ লাইন স্থাপনের কার্যক্রম।
আট মাস আগে এই উন্নয়ন কাজ শুরু হলেও তা প্রায় তিন মাস ধরে বন্ধ। রাস্তাজুড়ে খোঁড়াখুঁড়ি, মাটি জমাট আর পাইপের স্তূপ। আবার কোনো কোনো সড়কে যান চলাচলও বন্ধ। এই সড়ক দিয়ে স্কুল বা কলেজগামী শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন। একটু বৃষ্টি হলেই এই সড়ক চলে যায় পানির নিচে, তখন চলাচল করাই অসম্ভব হয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কাজের কোনো অগ্রগতি দেখা যাচ্ছে না, প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা। সংশ্লিষ্ট দপ্তরে অভিযোগ জানিয়েও কোনো প্রতিকার মেলেনি বলে জানান তারা। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে যোগাযোগ করা হলে তারা নানা প্রশাসনিক জটিলতার কথা উল্লেখ করে বিষয়টি এড়িয়ে যান।
উন্নয়নের সুফল পেতে সাময়িক ভোগান্তি মেনে নেওয়া গেলেও, কাজের দীর্ঘসূত্রতা নিয়ে প্রশ্ন তুলছেন এলাকাবাসী। কর্তৃপক্ষের দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপই এখন একমাত্র প্রত্যাশা।
ডিবিসি/পিআরএএন