বাংলাদেশ, জেলার সংবাদ

মাদারীপুরে কিশোরগ্যাংয়ের দুই গ্রুপের সংঘর্ষ, অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ও বাড়িঘর ভাঙচুর

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদারীপুর শহর এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোরগ্যাংয়ের দুই পক্ষের মধ্যে ভয়াবহ সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।

সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং উভয় পক্ষ অন্তত অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত দুইজনকে আটক করেছে সেনাবাহিনী।

 

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল ১৮ জানুয়ারি রবিবার রাত ৯টার দিকে মাদারীপুর শহরের বটতলা ও সবুজবাগ এলাকার কিশোরদের মধ্যে পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে উভয় পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে জেলা পরিষদের সামনে সংঘর্ষে লিপ্ত হয়। প্রায় দুই ঘণ্টা ধরে চলা দফায় দফায় এই সংঘর্ষে শহরজুড়ে আতঙ্ক সৃষ্টি হয়। সংঘর্ষকারীরা জেলা পরিষদ সংলগ্ন বেশ কিছু বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায়। একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকা প্রকম্পিত হয়ে ওঠে।

 

খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করে সেনাবাহিনী। সংঘর্ষের পর থেকে ওই এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে শহরজুড়ে অতিরিক্ত পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রাখা হয়েছে।

 

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সবুজবাগ ও বটতলা এলাকার কিশোরগ্যাং গ্রুপগুলোর মধ্যে এই সংঘর্ষের সূত্রপাত হয়। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতায় বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এই ঘটনার সাথে জড়িত বাকিদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন