বাংলাদেশ, জেলার সংবাদ

মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে যাত্রীবাহী বাস উল্টে আহত ৭

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

রবিবার ৩রা আগস্ট ২০২৫ ০৭:২৬:২৯ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদারীপুরের রাজৈর উপজেলায় ঢাকা-বরিশাল মহাসড়কে সাকুরা পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজকে (ডিভাইডার) ধাক্কা খেয়ে উল্টে গেছে।

শনিবার ২রা আগস্ট , রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালিবাড়ী এলাকায় এই দুর্ঘটনায় ৭ জন যাত্রী আহত হয়েছেন। আহতদের মধ্যে তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের ঢাকায় পাঠানো হয়েছে।

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে বরিশালগামী বাসটি দ্রুতগতিতে চলার সময় কালিবাড়ী পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এতে বাসটি মহাসড়কের মাঝখানে থাকা সড়ক বিভাজকের ওপর উঠে গিয়ে উল্টে যায়। দুর্ঘটনার পর পরই স্থানীয় বাসিন্দা ও পুলিশ সদস্যরা উদ্ধারকাজে এগিয়ে আসেন এবং আহতদের দ্রুত রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

 

আহতরা হলেন, পটুয়াখালীর গলাচিপা উপজেলার নাসরিন আক্তার (৪৫), পটুয়াখালী সদরের মো. জাকির (৫৩), বরিশালের বাকেরগঞ্জের প্রদীপ কুমার দাস (৩২), বাগেরহাটের মোড়লগঞ্জের সোহেল খান (৩৮), যশোরের সোহেল রানা (৩৮), পটুয়াখালী সদরের মোজাম্মেল হোসেন (৩০) এবং পটুয়াখালীর দুমকি উপজেলার ইমরান হোসেন।

 

কর্তব্যরত চিকিৎসক জানান, আহতদের মধ্যে নাসরিন আক্তার, মো. জাকির হোসেন এবং প্রদীপ কুমার দাসের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি চারজন প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল ত্যাগ করেছেন।

 

মোস্তফাপুর হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মনোয়ার হোসেন জানান, দুর্ঘটনাকবলিত বাসটি উদ্ধার করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

 

এই ঘটনার ফলে মহাসড়কে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হলেও পুলিশ দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

 

ডিবিসি/জেআরওয়াই

আরও পড়ুন