বাংলাদেশ, জেলার সংবাদ

মাদারীপুরে থামছে না মানবপাচার, দালালদের খপ্পরে পড়ে ঝরছে প্রাণ

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৫ই মে ২০২৫ ১০:২৬:৪৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

উন্নত জীবনের আশায় ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি দিতে গিয়ে দালালদের খপ্পরে পড়ে কেবল যে প্রতারিত হয়ে অর্থ হারাচ্ছেন চাকরী প্রত্যাশীরা শুধু তা-ই নয়, স্বপ্নের দেশে যাওয়ার আগেই বন্দী হচ্ছেন বন্দিশালায়। দফায় দফায় মুক্তিপণ দিতে হচ্ছে লাখ লাখ টাকা। তারপরও স্বজনকে ফেরত পাওয়ার বদলে ফিরছে তার লাশ। মানবপাচারের এমন উচ্চ ঝুঁকিতে থাকা জেলার মধ্যে অন্যতম মাদারীপুর। প্রতিবছরই বাড়ছে প্রাণহানি। নিঃস্ব হচ্ছে বহু পরিবার।

মাদারীপুরের মস্তফাপুর ইউনিয়নের ইমাম মৃধা, তিনি ছিলেন এইচএসসির প্রথম বর্ষের ছাত্র। তাকে ১২ লাখ টাকায় ইতালি নিয়ে যাওয়ার প্রলোভন দেখায় ভাঙ্গা উপজেলার বাদশা ফকির। ভাগ্য বদলাতে ২০২৩ সালের ৬ই অক্টোবর বাড়ি ছাড়েন ইমাম। কিন্তু ইতালি আর যাওয়া হয়নি। লিবিয়ায় নিয়ে গিয়ে তাকে বন্দী করা হয় একটি কক্ষে, চালানো হয় অমানবিক নির্যাতন। সেই ভিডিও পরিবারের কাছে পাঠিয়ে নেয়া হয় ৩৫ লাখ টাকা। তবে এবছর আইওএময়ের মাধ্যমে দেশে ফেরেন ইমাম। দালালের খপ্পরে পড়ে নিঃস্ব তার পরিবার। 

 

ইমাম দেশে ফিরলেও ইতালির উদ্দেশে রওনা দেয়া শিবচরের নিখলী ইউনিয়নের সোহেল আহম্মেদ এখনও নিখোঁজ। দালাল চক্রের সাথে ১৪ লাখ টাকা চুক্তিতে এক বছর আগে তাকে প্রথমে শ্রীলঙ্কা, পরে মিশর আর সবশেষ নেয়া হয় লিবিয়ায়। দফায় দফায় মুক্তিপণের ৫১ লাখ টাকা দিলেও খোঁজ নেই সোহেলের। লিবিয়ায় থেকে দালাল চক্রের নির্মম নির্যাতনে এভাবেই মৃত্যু যন্ত্রণার কথা জানিয়েছিল ২২ বছরের রাকিব মহাজন। তিন বছর আগে দালালকে ২৭ লাখ টাকা দিয়ে ইতালির পথে পাড়ি জমালেও নিয়ে যাওয়া হয় লিবিয়ায়। ভয়াবহ অমানবিক নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৪৭ লাখ টাকা আদায়ের পরও মুক্তি মেলেনি রাকিবের। খাবার আর চিকিৎসার অভাবে গত ২১শে জানুয়ারি মৃত্যু হয় তার।

  

এমন ঘটনার শিকার মাদারীপুরের বহু যুবক। গত ৫ বছরে জেলায় ৩১৫টি মানবপাচার মামলা হলেও প্রভাবশালীদের চাপে প্রত্যাহার করেন অনেকেই। এমন ঘটনা থামাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার বিকল্প নেই, এমনটাই জানিয়েছেন সচেতন মহলেরা। পুলিশ বলছে, মানবপাচারের ঘটনায় জড়িতদের আনা হচ্ছে আইনের আওতায়। দালালদের বিরুদ্ধে একাধিক মামলা হলেও হোতারা বরাবরই ধরাছোঁয়ার বাইরে। তাই কমছে না এই প্রতারণার ফাঁদ। সরকারি হিসেবে গত ৫ বছরে ভূমধ্যসাগরে নৌকাডুবি ও লিবিয়ায় মাফিয়াদের নির্যাতনে ১৩ জনের মৃত্যু হলেও স্থানীয়দের ভাষ্য, এ সংখ্যা শ’খানকে। 
 

ডিবিসি/ রাসেল 

আরও পড়ুন