বিবিধ

মাদারীপুরে '৯৫ বন্ধু মহল' এর ঈদ পুনর্মিলনী

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ৪ঠা জুলাই ২০২৫ ১১:৩১:২৬ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

জীবনের নানা ব্যস্ততায় হারিয়ে যাওয়া পুরোনো বন্ধুদের আবারও একসঙ্গে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠার এক মনোরম দৃশ্য দেখা গেল মাদারীপুরে। জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ১৯৯৫ সালের এসএসসি পরীক্ষার্থীদের নিয়ে আয়োজিত হলো এক বর্ণাঢ্য ঈদ পুনর্মিলনী। "মাদারীপুর-৯৫ বন্ধু মহল" এর উদ্যোগে এই ব্যতিক্রমী আয়োজনটি শুক্রবার (৪ঠা জুলাই) বিকালে শিবচর উপজেলার নয়নাভিরাম পদ্মার পাড়ে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানস্থলে পুরোনো সহপাঠীকে দেখামাত্রই আবেগাপ্লুত হয়ে পড়েন অনেকে। দীর্ঘ ৩০ বছরের জমে থাকা কথা, স্মৃতি আর ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটে একে অপরকে বুকে জড়িয়ে ধরার মাধ্যমে। কুশল বিনিময়ের পাশাপাশি অনেকেই এই আনন্দঘন মুহূর্তকে ক্যামেরাবন্দী করতে ব্যস্ত হয়ে পড়েন।

 

সেলফি আর গ্রুপ ছবিতে মুখরিত হয়ে ওঠে পদ্মার পাড়। অংশগ্রহণকারী বলেন, "বন্ধু মানে সুখ-দুঃখের এক মজবুত ভরসা, চরম বন্ধুর পথে এগিয়ে চলার অনুপ্রেরণা। স্কুলজীবনের বন্ধুদের কখনও ভোলা যায় না। ব্যস্ততার কারণে নিয়মিত খোঁজখবর রাখা না হলেও, তারাই অন্তরে গেঁথে থাকে।"

 

এই ঈদ পুনর্মিলনী আয়োজনে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এ. কে. আজাদ খান সুজন, ইমান কাজী, সোহেল আহমেদ, মনির বেপারী, মনির লস্কর, রাহাত বেপারী, রুবেল আহমেদ, পনেট লস্কর, মাহমুদ, ফরিদ, এবং নিজামসহ আরও অনেকে। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এই মিলনমেলা এক উৎসবে পরিণত হয়, যা উপস্থিত সকলের মনে অমলিন স্মৃতি হয়ে থাকবে।

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন