বাংলাদেশ, জেলার সংবাদ

মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র উদ্ধার, আটক ৬

মাদারীপুর প্রতিনিধি

ডিবিসি নিউজ

শুক্রবার ২৫শে জুলাই ২০২৫ ০২:৫৫:২৪ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদারীপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান দেশি-বিদেশি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়েছে। এ সময় নারীসহ ৬ জনকে আটক করে যৌথবাহিনী।

শুক্রবার (২৫ জুলাই) দুপুরে মাদারীপুর সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের ক্যাম্প কমান্ডার  মেজর কাজী ফয়সাল ফারুক সংবাদ সম্মেলনে অবৈধ অস্ত্র উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।


সংবাদ সম্মেলনে মেজর কাজী ফয়সাল ফারুক জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোরে সদর উপজেলার শিরখাঁড়া ইউনিয়নের ঘুনসি গ্রাম থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন, ঘুনসি গ্রামের শাহ আলম মাতুব্বরের ছেলে কালাম মাতুব্বর (৫৩), একই গ্রামের মৃত আব্দুল করিম মাতুব্বরের ছেলে মিলন মাতুব্বর (৫৪), শাহ আলম মাতুব্বর ছেলে মনু মাতুব্বর (৫০), কালাম মাতুব্বরের স্ত্রী লাকি বেগম (৪৫), মফিজ মাতুব্বরের স্ত্রী পারুল বেগম (৪৫) ও শিহাব মাতুব্বরের স্ত্রী খাদিজা আক্তার (২৩)।


মেজর কাজী ফয়সাল ফারুক আরো জানান, ওই গ্রামের কয়েকটি বসতবাড়িতে বিপুল পরিমান দেশি-বিদেশি অস্ত্র মজুদ রাখা আছে এমন খবরে সেখানে অভিযানে যায় সেনাবাহিনী ও সদর মডেল থানা পুলিশ। পরে তল্লাসি চালিয়ে তাদের বাড়ি থেকে ১টি পিস্তল, একটি ইয়ার গান, ১টি ম্যাগাজিন, একটি কাটা রাইফেল, ১২৫ রাউন্ড গুলি ও বিপুল পরিমান দেশিয় অস্ত্র উদ্ধার করা হয়। জব্দ করা হয় ৫টি মোবাইল ফোন ও ১টি ট্যাব। আটক করা হয় তিন নারীসহ ৬ জনকে। পরে তাদের সদর মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করে সেনাবাহিনী।


অপারধমূলক কর্মকান্ডে এই অস্ত্র ব্যবহার করা হতো বলেও সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে নিয়মিত এই অভিযান চলবে বলেও জানান সেনাবাহিনীর মাদারীপুর ক্যাম্পের কমান্ডার মেজর কাজী ফয়সাল ফারুক।

ডিবিসি/জেআরওয়াই

আরও পড়ুন