বাংলাদেশ, জেলার সংবাদ

মাদারীপুরে ল্যাবের এক্স-রে মেশিন খুলে পড়ল রোগীর ওপর, আহত ৩

হ্যাপী মাহমুদ

ডিবিসি নিউজ

শুক্রবার ২৫শে জুলাই ২০২৫ ১০:৩০:২১ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মাদারীপুরের রাজৈর উপজেলায় একটি বেসরকারি ক্লিনিকে এক্স-রে করার সময় রোগীর ওপর মেশিনের অংশবিশেষ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। এতে রোগীসহ মোট তিনজন আহত হয়েছেন।

ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে রাজৈর উপজেলার টেকেরহাট বন্দরের কেসি গোল্ড টাওয়ারে অবস্থিত আরামবাগ ডি-ল্যাব নামের একটি প্রাইভেট ক্লিনিকে। ভুক্তভোগী ২৮ বছর বয়সী অন্তরা আক্তার উপজেলার ইশিবপুর গ্রামের ইতালি প্রবাসী আনোয়ার মোল্লার স্ত্রী।

 

ভুক্তভোগী ও ক্লিনিক সূত্রে জানা যায়, দীর্ঘদিন পরিবারসহ ইউরোপের দেশ ইতালিতে বসবাসকারী অন্তরা আক্তার দুই মাস আগে তার দুই ছেলেকে নিয়ে বাংলাদেশে ফেরেন। সম্প্রতি কোমরের ব্যথায় ভুগতে থাকায় তিনি চিকিৎসার জন্য টেকেরহাটের আরামবাগ ডি-ল্যাবে ডা. গোলাম সরোয়ারের শরণাপন্ন হন। চিকিৎসক তার সমস্যার সঠিক কারণ নির্ণয়ের জন্য তাকে একটি এক্স-রে করার পরামর্শ দেন।

 

সেই পরামর্শ অনুযায়ী অন্তরা ক্লিনিকের এক্স-রে কক্ষে যান। সেখানে এক্স-রে টেবিলে শোয়ার কিছুক্ষণ পরই আকস্মিকভাবে এক্স-রে মেশিনের স্ট্যান্ডসহ টিউবটি তার ওপর ভেঙে পড়ে। এ সময় তাকে বাঁচাতে গিয়ে ক্লিনিকের দুজন কর্মীও আহত হন, যাদের মধ্যে একজনের মাথায় গুরুতর আঘাত লেগেছে বলে জানা গেছে। তবে তাৎক্ষণিকভাবে আহত কর্মীদের নাম-পরিচয় জানা যায়নি। এই দুর্ঘটনায় অন্তরা আক্তারের ঘাড়ে আঘাত লেগেছে।

 

ঘটনার পর পরিস্থিতি আরও জটিল হয় যখন ভুক্তভোগীরা বিষয়টি মোবাইল ফোনে তাদের স্বজনদের জানানোর চেষ্টা করেন। অভিযোগ উঠেছে, তখন ক্লিনিক কর্তৃপক্ষ অন্তরা আক্তারের সঙ্গে থাকা তার খালাতো বোনের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহার করে।

 

দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ও অন্তরা আক্তারের খালাতো বোন তানিয়া বেগম বলেন, "আমার প্রবাসী খালাতো বোনের কোমরে ব্যথা থাকায় তাকে নিয়ে এখানে ডাক্তার দেখাতে এসেছিলাম। ডাক্তারের পরামর্শে এক্স-রে করাতে গেলে টেবিলে শোয়ার সাথে সাথেই মেশিনটি তার ওপর ভেঙে পড়ে। হাসপাতালের দুজন কর্মী ভাঙা মেশিনটি ধরতে গিয়ে আহত হন। তারা না থাকলে হয়তো আমার বোনকে বাঁচানো যেত না। আমিও রুমের ভেতরে থাকায় সামান্য আহত হয়েছি। এই ঘটনাটি যখন আমরা ফোনে আত্মীয়দের জানাচ্ছিলাম, তখন হাসপাতালের লোকজন আমাদের সাথে খুব খারাপ ব্যবহার করে। আমরা এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করছি।"

ডিবিসি/জেআরওয়াই

আরও পড়ুন