মাদারীপুর-২ আসনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক হেলেন জেরিন খানকে মনোনয়ন দেওয়ার দাবিতে মোটরসাইকেল শোভাযাত্রা করেছে তার অনুসারীরা।
বৃহস্পতিবার বিকেলে মাদারীপুর কেন্দ্রীয় ঈদগাহ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে চরমুগুরীয়া গিয়ে শেষ হয়।
এসময় হেলেন জেরিন খান আশ্বাস দেন যে, মনোনয়ন পেলে তিনি মাদারীপুরবাসীর জীবনমান উন্নয়নে কাজ করবেন। একইসাথে, তিনি তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং চাঁদাবাজি বন্ধের আশ্বাসও দেন।
ডিবিসি/ এইচএপি