আন্তর্জাতিক, আমেরিকা

মাদুরোর গ্রেপ্তারে প্রায় ৬০০ কোটি টাকা পুরস্কার ঘোষণা ট্রাম্প প্রশাসনের

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শুক্রবার ৮ই আগস্ট ২০২৫ ০১:২২:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর গ্রেপ্তারের জন্য পুরস্কারের পরিমাণ দ্বিগুণ করে $50 মিলিয়ন (প্রায় ৬০০ কোটি টাকা) ঘোষণা করেছে ট্রাম্প প্রশাসন। মাদুরোকে বিশ্বের অন্যতম বড় মাদক পাচারকারী এবং কার্টেলগুলোর সঙ্গে যোগসাজশে যুক্তরাষ্ট্রে ফেন্টানিল-মিশ্রিত কোকেন ছড়ানোর অভিযোগে অভিযুক্ত করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ই আগস্ট) এক ভিডিও বার্তায় অ্যাটর্নি জেনারেল পাম বন্ডি এই নতুন পুরস্কারের ঘোষণা দিয়ে বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের নেতৃত্বে, মাদুরো ন্যায়বিচার থেকে পালাতে পারবে না এবং তার ঘৃণ্য অপরাধের জন্য তাকে জবাবদিহি করতে হবে।’ 

 

ট্রাম্পের প্রথম মেয়াদে, ২০২০ সালে মাদুরো এবং তার বেশ কয়েকজন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধে ফেডারেল আদালতে নারকো-টেরোরিজম এবং কোকেন আমদানির ষড়যন্ত্রের অভিযোগে অভিযোগ গঠন করা হয়েছিল। সে সময় তার গ্রেপ্তারের জন্য $15 মিলিয়ন পুরস্কার ঘোষণা করা হয়, যা পরে বাইডেন প্রশাসনের আমলে বাড়িয়ে $25 মিলিয়ন করা হয়েছিল। এটি ছিল ওসামা বিন লাদেনের গ্রেপ্তারের জন্য ৯/১১ হামলার পর ঘোষিত পুরস্কারের সমান।

 

এই বিশাল পুরস্কারের ঘোষণা সত্ত্বেও, মাদুরো তার ক্ষমতা ধরে রেখেছেন। যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন এবং কয়েকটি লাতিন আমেরিকার সরকার তার ২০২৪ সালের পুনঃনির্বাচনকে জালিয়াতি বলে নিন্দা জানালেও এবং তার প্রতিদ্বন্দ্বীকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিলেও, মাদুরো তাদের উপেক্ষা করে চলেছেন।

 

গত মাসে ট্রাম্প প্রশাসন ১০ জন আমেরিকানকে কারাকাসের কারাগার থেকে মুক্ত করার জন্য একটি চুক্তিতে আসে। এর বিনিময়ে, ট্রাম্প প্রশাসনের অভিবাসন নীতির অধীনে এল সালভাদরে নির্বাসিত কয়েক ডজন ভেনেজুয়েলার অভিবাসীকে দেশে ফিরিয়ে দেওয়া হয়। এর কিছু পরেই, হোয়াইট হাউস তাদের পূর্বের অবস্থান থেকে সরে এসে মার্কিন তেল উৎপাদক কোম্পানি শেভরনকে ভেনেজুয়েলায় পুনরায় তেল উত্তোলনের অনুমতি দেয়, যা আগে মার্কিন নিষেধাজ্ঞার কারণে বন্ধ ছিল।

 

বন্ডি আরও জানান যে বিচার বিভাগ মাদুরোর সঙ্গে সম্পর্কিত $700 মিলিয়নেরও বেশি সম্পদ জব্দ করেছে, যার মধ্যে দুটি ব্যক্তিগত জেট বিমান রয়েছে। তিনি দাবি করেন, ৭ মিলিয়ন টন জব্দ করা কোকেনের সরাসরি যোগসূত্র মাদুরোর সঙ্গে পাওয়া গেছে।

 

এই ঘোষণার প্রতিক্রিয়ায়, ভেনেজুয়েলার পররাষ্ট্রমন্ত্রী ইয়ভান গিল এই পুরস্কারকে ‘করুণ’ বলে অভিহিত করেছেন। তিনি বন্ডিকে ‘নিম্নমানের রাজনৈতিক প্রচারণার’ জন্য অভিযুক্ত করেন। গিল বলেন, 'এটা কোথা থেকে আসছে, তা আমাদের কাছে আশ্চর্যের নয়। সেই একই ব্যক্তি যিনি এপস্টাইনের একটি 'গোপন তালিকা'র প্রতিশ্রুতি দিয়েছিলেন, যার কোনো অস্তিত্ব নেই এবং যিনি রাজনৈতিক সুবিধার জন্য কেলেঙ্কারিতে জড়িত।' তিনি আরও যোগ করেন, ‘তার এই শো একটি কৌতুক, নিজের দুর্দশা থেকে মনোযোগ সরানোর জন্য একটি মরিয়া প্রচেষ্টা।’

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন