দ্য গার্ডিয়ানের প্রতিবেদন

মাদুরোর পতন নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রকে সহযোগিতার প্রতিশ্রুতি দেন রদ্রিগেজ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনীর হাতে গ্রেপ্তারের পূর্বেই তার প্রশাসনের শীর্ষ ব্যক্তিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে গোপন সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য গার্ডিয়ান’ এর এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আলোচনার সঙ্গে সরাসরি যুক্ত চারটি সূত্রের বরাতে জানা গেছে, এই প্রতিশ্রুতি দেওয়া ব্যক্তিদের মধ্যে অন্যতম ছিলেন তৎকালীন ভাইস প্রেসিডেন্ট এবং বর্তমান অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ও তার ভাই ভেনেজুয়েলার জাতীয় পরিষদের প্রধান জর্জে রদ্রিগেজ।

 

প্রতিবেদনে বলা হয়েছে, মাদুরোকে গ্রেপ্তারের কয়েক মাস আগে থেকেই ডেলসি ও মার্কিন কর্মকর্তাদের মধ্যে গোপন যোগাযোগ শুরু হয়। কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতাকারীদের মাধ্যমে ডেলসি ও জর্জে ওয়াশিংটনকে বার্তা পাঠিয়েছিলেন যে, মাদুরোর বিদায়কে তারা স্বাগত জানাবেন। গত নভেম্বরে ডোনাল্ড ট্রাম্প ও নিকোলাস মাদুরোর মধ্যে একটি ফোনালাপ হয়, যেখানে ট্রাম্প মাদুরোকে দেশ ত্যাগের আহ্বান জানালে মাদুরো তা প্রত্যাখ্যান করেন। তবে এই প্রত্যাখ্যানের পরেও ডেলসি রদ্রিগেজ মার্কিন কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করেননি।

 

গত ডিসেম্বরে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ডেলসির একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়। গার্ডিয়ানকে এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সেই আলোচনায় ডেলসি ওয়াশিংটনকে সংকেত দিয়েছিলেন যে, ভবিষ্যতে পরিস্থিতি যা-ই হোক না কেন, তিনি পরবর্তী পদক্ষেপের জন্য প্রস্তুত আছেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও শুরুতে কারাকাসের শাসকগোষ্ঠীর ভেতরের লোকদের বিশ্বাস করতে দ্বিধাগ্রস্ত থাকলেও, পরবর্তীতে ডেলসির প্রতিশ্রুতির ওপর আস্থা স্থাপন করেন।

 

গার্ডিয়ানের প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, গত অক্টোবরে কাতারের মধ্যস্থতায় একটি আলোচনা ব্যর্থ হয়েছিল বলে ‘মায়ামি হেরাল্ড’ জানিয়েছিল। সেই আলোচনায় ডেলসি প্রস্তাব দিয়েছিলেন, মাদুরো ক্ষমতাচ্যুত হলে তিনি অন্তর্বর্তী প্রেসিডেন্টের দায়িত্ব নিতে চান। এছাড়া বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, মাদুরো প্রশাসনের স্বরাষ্ট্রমন্ত্রী দিয়োসদাদো কাবেও ও যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যুক্ত ছিলেন।

 

সূত্রগুলো নিশ্চিত করেছে যে, রদ্রিগেজ ভাই-বোন মাদুরোকে গ্রেপ্তারের বা ক্ষমতাচ্যুত করার মুহূর্তে সক্রিয় কোনো ভূমিকা পালন করেননি বা এটি কোনো পরিকল্পিত অভ্যুত্থান ছিল না। তাদের প্রতিশ্রুতি ছিল মূলত ‘মাদুরো-পরবর্তী’ সময়ে যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করার বিষয়ে।

 

সম্প্রতি নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ডেলসি রদ্রিগেজ এতে সম্মত ছিলেন এবং তার সঙ্গে আমাদের বহুবার কথা হয়েছে। তবে গোপন আলোচনা ও সহযোগিতার এই প্রতিশ্রুতির বিষয়ে দ্য গার্ডিয়ান ভেনেজুয়েলা ও মার্কিন সরকারের সঙ্গে যোগাযোগ করলেও কোনো পক্ষ থেকেই আনুষ্ঠানিক জবাব পাওয়া যায়নি।

 

তথ্যসূত্র: দ্য গার্ডিয়ান

 

ডিবিসি/এএমটি

আরও পড়ুন