আন্তর্জাতিক

মাদুরোর সঙ্গে ফোনালাপের কথা স্বীকার করে ট্রাম্প বললেন, ‘কিছুই বলব না’

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

১৭ মিনিট আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভেনেজুয়েলার সঙ্গে চলমান তীব্র সামরিক ও কূটনৈতিক উত্তেজনার মধ্যেই দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সঙ্গে ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ‘এয়ার ফোর্স ওয়ানে’ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি স্বীকার করলেও আলোচনার বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।

ফোনালাপ নিয়ে ধোঁয়াশা মাদুরোর সঙ্গে কথা বলেছেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, আমি এ নিয়ে বিস্তারিত মন্তব্য করতে চাই না।

তবে উত্তর হলো হ্যাঁ, কথা হয়েছে।

 

আলাপচারিতা কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, আমি বলব না এটা ভালো হয়েছে বা খারাপ হয়েছে। এটা শুধুই একটা ফোনালাপ ছিল। এর আগে নিউ ইয়র্ক টাইমস-এর এক প্রতিবেদনে বলা হয়, চলতি মাসের শুরুতে দুই নেতা কথা বলেছেন এবং যুক্তরাষ্ট্রে তাঁদের সম্ভাব্য বৈঠকের বিষয়েও আলোচনা হয়েছে।

 

আকাশসীমা বন্ধ ও হামলার হুমকি ফোনালাপের খবরটি এমন সময়ে প্রকাশ্যে এলো যখন ট্রাম্প ভেনেজুয়েলার বিরুদ্ধে ক্রমশ কঠোর অবস্থান নিচ্ছেন।

 

গত শনিবার তিনি ঘোষণা করেন, ভেনেজুয়েলার আকাশসীমা ও এর আশপাশের এলাকা সম্পূর্ণরূপে বন্ধ বলে গণ্য করা হবে। তাঁর এই বক্তব্যে কারাকাসে উদ্বেগ ও বিভ্রান্তি ছড়িয়ে পড়ে। তবে আকাশসীমা বন্ধের মানেই ভেনেজুয়েলায় হামলা আসন্ন কি না, এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, এর ভেতরে অন্য কোনো অর্থ খুঁজবেন না।

 

তথ্যসূত্র দ্য গার্ডিয়ান

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন