বাংলাদেশ, জাতীয়

মানবিক করিডর ইস্যুতে বেইজিং জড়িত নয়: চীনা রাষ্ট্রদূত

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ৮ই মে ২০২৫ ০৮:২২:১৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

রোহিঙ্গাদের জন্য আলোচিত মানবিক করিডর ইস্যুতে বেইজিং জড়িত নয় বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। তবে রোহিঙ্গা প্রত্যাবাসনে চীন সহযোগিতা করবে বলেও জানান তিনি। ভারত-পাকিস্তানের মধ্যে উত্তেজনা প্রশমনে সন্ত্রাসবাদের অভিযোগের নিরপেক্ষ তদন্তের ওপর জোরও দেন রাষ্ট্রদূত। বাংলাদেশ-চীন সম্পর্কের ৫০ বছর উদযাপনের অংশ হিসেবে বাংলাদেশ ইন্সটিটিউশন অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্রাটেজিক স্টাডি আয়োজিত এক আয়োজনে এসব কথা বলেন তিনি।

এছাড়াও ৫ দশকে ঢাকা-বেইজিং সম্পর্কের নানান বিষয়ের পাশাপাশি ভবিষ্যৎ সম্ভাবনার কথা তুলে ধরেন বিশেষজ্ঞরা। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. হোসেন জিল্লুর রহমান বলেন, বাংলাদেশের অর্থনৈতিক মেগা প্রকল্প ও অর্থনৈতিক স্বার্থ সংশ্লিষ্ট প্রকল্পগুলো এগিয়ে নিতে চীনের সাথে সু সম্পর্কের বিকল্প নেই। তবে দু'পক্ষের মতামত ও কৌশলগত ভাবেও সুসম্পর্ক থাকা উচিত। কিন্তু বাংলাদেশের স্বার্থ নিশ্চিত করতে হবে সবার আগে।

 

আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক ড. ইমতিয়াজ আহমেদ বলেন, গত পাঁচ দশকে বৈশ্বিক ও জাতীয় পর্যায়ে যে পরিবর্তন ঘটেছে সে প্রেক্ষাপটে দুটি কারণে চীনের সাথে সব সময় বাংলাদেশের সম্পর্ক ভালে রয়েছে।  চীন কখনো রাজনীতিতে হস্তক্ষেপ করেনি আর বাংলাদেশের সকল অংশীদারের সাথে সু-সম্পর্ক রেখেছে।

 

এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসন ও মানবিক করিডর ইস্যুতে কথা বলেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, মানবিক করিডর ইস্যুতে চীন জড়িত নেই। এটি জাতিসংঘ, বাংলাদেশ ও মিয়ানমারের বিষয়। তবে রোহিঙ্গা ইস্যুতে প্রত্যাবাসন ছাড়া সমাধান নেই। তবে আমরা দৃঢ ভাবে বলছি চীন সবসময় বাংলাদেশের মানুষের পাশে থাকবে। ভারত-পাকিস্তান উত্তেজনা প্রসঙ্গে উভয় দেশকে শান্তি ও স্থিতিশীলতার স্বার্থে শান্ত ও সংযমী হবার আহ্বানও জানান তিনি। বাংলাদেশের স্থিতিশীলতা, উন্নয়ন ও সংস্কারে বেইজিং ঢাকার পাশে থাকবে বলেও মন্তব্য করেন তিনি।  

 

ডিবিসি/ অমিত

আরও পড়ুন