বাংলাদেশ, রাজনীতি, রাজধানী

মানবিক করিডোরের সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার: তারেক রহমান

নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১লা মে ২০২৫ ০৭:০৭:৫০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মিয়ানমারে মানবিক করিডোর দেয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার এখতিয়ার নির্বাচিত সরকারের। মিয়ানমার, ভারত বা পাকিস্তান নয়, সবার আগে বাংলাদেশের মানুষের স্বার্থ রক্ষা করতে হবে। রাজধানীর নয়াপল্টনে শ্রমিক দল আয়োজিত মে দিবসের সমাবেশে এসব কথা বলেছেন তারেক রহমান।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, অন্তর্বর্তী সরকারের প্রতি অনির্দিষ্টকালের জন্য আস্থা রাখা যৌক্তিক নয়। জনগণের সংশয় কাটাতে দ্রুত নির্বাচনের রোডম্যাপ প্রয়োজন। 

 

আইন, বিচার ও নির্বাচন কমিশন সংস্কার করে নির্বাচন আয়োজন করতে সরকারের প্রতি আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। 

 

এর আগে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, দেশে অস্বাভাবিক রাজনৈতিক অবস্থা বিরাজ করছে। তাই সরকারকে দ্রুত সংস্কারের তাগিদ দেন তিনি। 

 

সকাল থেকেই  খণ্ড খণ্ড মিছিল নিয়ে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জড়ো হতে থাকে হাজার হাজার শ্রমিক। এসময় নির্বাচনের দাবিতেও স্লোগান দেন তারা।

 

ডিবিসি/ অমিত

আরও পড়ুন