বিনোদন, অন্যান্য

'নির্যাতন ও হয়রানির শিকার মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম'

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ১১ই অক্টোবর ২০২০ ০২:২৬:৫৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

প্রাণীপ্রেমী হিসেবে মানসিক নির্যাতন ও পুলিশী হয়রানির শিকার হবার অভিযোগ করেছেন মডেল ও অভিনেত্রী নায়লা নাঈম। সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেছেন তিনি।

নায়লা অভিযোগ করে বলেন, কয়েকটি আহত বিড়ালকে বাসায় এনে সুস্থ এবং রক্ষণাবেক্ষণ করা নিয়ে প্রতিবেশিরা বারবার হয়রানি করে আসছে। এমনকি পুলিশে অভিযোগ করে হয়রানির অভিযোগও করছেন তিনি। বিড়ালের মাধ্যমে করোনা ছড়াবে এই অজুহাতে বাসার লিফটে পরিবারের কাউকে উঠতে দেওয়া হয়না বলেও অভিযোগ করেন নায়লা নাঈম।

প্রতিবেশিরা ১৬টি বিড়ালকে ৫০০ বিড়াল বানিয়ে সোসাইটি থানায় মিথ্যা অভিযোগ করেছে বলেও গণমাধ্যমের কাছে অভিযোগ নায়লার।  এ সময় নায়লার প্রতি হয়রানী বন্ধের দাবী জানান এনিম্যাল লাভার্স বাংলাদেশের হেড অব অপারেশনস ফারজানা লিয়া সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

আরও পড়ুন