মানিকগঞ্জের সাটুরিয়ায় নরেন সরকার নামে এক আনসার সদস্যের মৃত্যু নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। রবিবার বিকেলে এক সিএনজি চালিত অটোরিক্সা চালক ওই আনসার সদস্যকে সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেখে চলে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
নিহত নরেন সরকার (৫০) টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বানাইল ইউনিয়নের গ্রামাটিয়া গ্রামের মৃত চান মহন সরকারের ছেলে।
পুলিশ জানায়, বিকেল চারটার দিকে নরেন সরকারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে ওই চালক। সড়ক দুর্ঘটনায় সে আহত হয়েছে বলে জানায় ওই ব্যক্তি। পরে কাউকে কিছু না বলে সেখান থেকে চলে যায় ওই চালক। পরে কর্তব্যরত চিকিৎসত তাকে মৃত ঘোষণা করেন।
সাটুরিয়া থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে খবর দিলে নিহতের সাথে থাকা
মোবাইল ফোনে পরিবারের সদস্যদের সাথে কথা বলে তার পরিচয় শনাক্ত করা হয়েছে। টাঙ্গাইল থেকে সাটুরিয়া হয়ে কর্মস্থল ফরিদপুরে যাচ্ছিলে তিনি।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে তার মৃত্যু সম্পর্কে কিছু বলতে পারছেন না তিনি। মরদেহে আঘাতের কোন চিহ্ন দেখা যায়নি। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তার মৃত্যুর কারণ জানা যাবে। ময়তাদতন্তের জন্য মরদেহ মর্গে
পাঠানো হয়েছে বলে জানান তিনি।