অর্থ-সম্পদ নিয়ে পারিবারিক কলহের জেরে মানিকগঞ্জের দৌলতপুরে এক পাষণ্ড ছেলের বিরুদ্ধে তার মাকে জবাই করে হত্যার অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার (১১ই সেপ্টেম্বর) ভোরে উপজেলার চকমিরপুর ইউনিয়নের মান্দারতা গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত করুণা রানী ভদ্র (৬২) ওই গ্রামের মৃত ফটিক চন্দ্র ভদ্রের স্ত্রী। ঘটনার পর থেকে অভিযুক্ত ছেলে রবি চন্দ্র ভদ্র (৪২) পলাতক রয়েছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরেই মা ও ছেলের মধ্যে পারিবারিক সম্পত্তি নিয়ে তীব্র বিরোধ চলছিল। ধারণা করা হচ্ছে, এই বিরোধের জের ধরেই বুধবার দিবাগত গভীর রাতে রবি চন্দ্র ভদ্র ধারালো বটি দিয়ে নিজ বসতঘরের ভেতর মাকে নির্মমভাবে গলা কেটে হত্যা করে। এরপর সে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
স্থানীয়রা জানান, রবি চন্দ্র প্রায়ই তার মায়ের সঙ্গে সম্পত্তি নিয়ে ঝগড়া করত। তাদের মধ্যে প্রায়ই বাকবিতণ্ডা হতো।
দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ.আর.এম আল মামুন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং নিহতের মরদেহ উদ্ধার করে। মরদেহের ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ওসি আরও জানান, অভিযুক্ত ছেলেকে গ্রেপ্তারের জন্য পুলিশের একাধিক দল কাজ করছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ডিবিসি/এএমটি