মানিকগঞ্জে চাঁদাবাজি ও পুলিশের সঙ্গে অসদাচরণ এবং সাইবার নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক দুই নেতার দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আসামিরা উভয়ই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাবেক যুগ্ম সদস্য সচিব, মেহেরাব হোসাইন (১৯) ও আশরাফুল ইসলাম রাজু (২১)।
আজ বৃহস্পতিবার (২২শে মে) বিকেলে মানিকগঞ্জের অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাদবীর ইয়াছির আহসান চৌধুরীর আদালতে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. রাকিবুল ইসলাম উজ্জ্বল তাদের সাত দিনের রিমান্ড আবেদন করেন। পরে শুনানি শেষে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। বিকেল সাড়ে ৪টার দিকে বিষয়টি পুলিশের পরিদর্শক আবুল খায়ের নিশ্চিত করেন।
গতকাল বুধবার (২১শে মে) সকাল ৮ টার দিকে আসামিদের নিজ নিজ বাসা থেকে আটক করে সদর থানা পুলিশ।
সম্প্রতি, পৌরসভার পশ্চিম দাশড়া এলাকার বাসিন্দা আনিসুর রহমান সাব্বিরের বিরুদ্ধে 'মানিকগঞ্জ নিউজ' ফেসবুক পেইজে মানহানিকর পোস্ট করা হয়। এ ঘটনায় গতকাল বুধবার (২১শে মে) সদর থানায় বাদী হয়ে মামলা করেন তিনি। মামলায় সাবেক ছাত্র প্রতিনিধি মেহেরাব হোসাইন ও আশরাফুল ইসলামসহ ফেসবুক পেজের ৬ জন অ্যাডমিনকে আসামি করা হয়। অভিযোগে জানান হয় , আসামিরা বাদীর কাছ থেকে দুই লাখ টাকা চাঁদা দাবি করেছিলেন।
এ বিষয়ে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আমান উল্লাহ জানান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সাবেক ছাত্র প্রতিনিধিকে চাঁদাবাজি ও সাইবার আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে এবং রিমান্ড আবেদন করা হলে আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন। তিনি আরও জানান, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে।
ডিবিসি/এনএনএফ