রাজধানীর মানিক মিয়া এভিনিউতে একটি গ্যাস বেলুন বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত দশজন আহত হয়েছেন। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেল প্রায় তিনটার দিকে এই দুর্ঘটনা ঘটে। আহতদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হয়েছে।
জানা গেছে, গত বছর ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রীর দেশত্যাগের দিনটিকে স্মরণীয় করতে '৩৬ জুলাই উদযাপন' নামে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই আয়োজনের অংশ হিসেবে একটি হেলিকপ্টার আকৃতির বিশাল গ্যাস বেলুন ওড়ানো হয়েছিল। হঠাৎ করেই বেলুনটি বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায় এবং সেই আগুন পার্শ্ববর্তী বৈদ্যুতিক তারে ছড়িয়ে পড়ে। হাসপাতালের আবাসিক সার্জন জানিয়েছেন, আহত দশজনের হাত ও মুখের কিছু অংশ পুড়ে গেছে। সৌভাগ্যবশত, আঘাত গুরুতর নয় এবং তাদের সবাইকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হচ্ছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, সাবেক প্রধানমন্ত্রী হেলিকপ্টারে করে দেশ ছেড়েছিলেন, এই ধারণা থেকে প্রতীকীভাবে বেলুনটি হেলিকপ্টারের আদলে তৈরি করা হয়েছিল। দুর্ঘটনার পর একটি ড্রোন ব্যবহার করে তারের আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
ডিবিসি/এফএইচআর