বাংলাদেশ

মানিক মিয়া অ্যাভিনিউয়ে বেগম খালেদা জিয়ার জানাজার প্রস্তুতি সম্পন্ন

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৩ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজার সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। বুধবার (৩১শে ডিসেম্বর) বাদ জোহর দুপুর ২টার দিকে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউয়ে এই জানাজা অনুষ্ঠিত হবে। শুরুতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জানাজার কথা থাকলেও, ব্যাপক জনসমাগমের কথা বিবেচনা করে মানিক মিয়া অ্যাভিনিউর পশ্চিম প্রান্তে মরদেহবাহী কফিন রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জানাজায় অংশগ্রহণকারীদের সুবিধার্থে জাতীয় সংসদ ভবনের ভেতরের মাঠ, বাইরের চত্বর এবং পুরো মানিক মিয়া অ্যাভিনিউ উন্মুক্ত রাখা হবে। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, বাংলাদেশের এই জাতীয় নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে এবং জানাজায় অংশ নিতে সর্বস্তরের জনগণ যাতে নির্বিঘ্নে আসতে পারেন, সেজন্য নিরাপত্তা বাহিনীসহ সংশ্লিষ্ট সব রাষ্ট্রীয় দপ্তর তাদের প্রস্তুতি শেষ করেছে। এছাড়া মানিক মিয়া অ্যাভিনিউয়ের চারপাশের সড়কগুলোতেও সাধারণ মানুষের অবস্থানের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

জানাজা শেষে বেলা সাড়ে ৩টার দিকে শহীদ রাষ্ট্রপতি ও বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমানের কবরের পাশে বেগম খালেদা জিয়াকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে। দাফন কার্যক্রমে মরহুমার পরিবারের সদস্য, সরকারের দায়িত্বপ্রাপ্ত ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিদেশি অতিথি, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জ্যেষ্ঠ নেতারা উপস্থিত থাকবেন।


দাফনকাজ নির্বিঘ্নে সম্পন্নের জন্য সেখানে নির্ধারিত ব্যক্তিবর্গ ব্যতীত আর কাউকে প্রবেশ করতে দেওয়া হবে না। দাফনকাজ সম্পন্ন না হওয়া পর্যন্ত শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে জনসাধারণের চলাচল সীমিত করা হবে।

 

ডিবিসি/পিআরএএন

আরও পড়ুন