তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে প্রথম দিনেই উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, নির্বাচনের পরিবেশ ভীতিকর করতে এবং জনগণকে ভয় দেখাতেই সাম্প্রতিক হামলার ঘটনাগুলো ঘটছে। তিনি জানান, সম্প্রচার কমিশন, প্রেস কাউন্সিল ও স্বাধীন গণমাধ্যম কমিশন- এই তিন প্রতিষ্ঠানকে অগ্রাধিকার দিয়ে কাজ করবেন তিনি।
রবিবার (১৪ই ডিসেম্বর) সকালে আসিফ মাহমুদ ও মাহফুজ আলমের ছেড়ে দেয়া মন্ত্রণালয়গুলোর দায়িত্ব বুঝে নেন তিন উপদেষ্টা এবং নিজ নিজ দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন।
স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান বিশৃঙ্খলা সৃষ্টিকারী ফ্যাসিবাদী শক্তিকে দমন এবং প্রতিরোধ করার জন্য কঠোর আহ্বান জানিয়েছেন। অন্যদিকে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়া ড. আসিফ নজরুল জানিয়েছেন, দুর্নীতিবিরোধী অভিযোগের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপ নেয়া হবে এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়া কার্যক্রমকে আরও গতিশীল করা হবে।
ডিবিসি/আরএসএল