বাংলাদেশ, রাজনীতি

মানুষ বেকার থাকলে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাবে: রিজভী

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

রবিবার ২৪শে আগস্ট ২০২৫ ০৭:৫৮:১৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মানুষের কর্মসংস্থান না হলে এবং তারা বেকার থাকলে দেশে দুর্ভিক্ষের পদধ্বনি শোনা যাবে বলে হুশিয়ারি দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, গত ১৫-১৬ বছর দেশের মানুষ এক নিষ্ঠুর এবং দানবীয় নিপীড়ন-নির্যাতনের মধ্য দিয়ে দিন কাটিয়েছে। সেই দুর্বিষহ দুঃস্বপ্ন যাতে আর ফিরে না আসে, তার জন্য সবাইকে কাজ করতে হবে।

রবিবার (২৪শে আগস্ট) সকালে জিয়া পরিষদের উদ্যোগে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে রিকশা ও ভ্যানচালকদের মাঝে বৃষ্টির পোশাক বিতরণ করা হয়।

 

এ সময় রুহুল কবির রিজভী বিগত শেখ হাসিনা সরকারের আইনি কাঠামো এবং অন্তর্বর্তীকালীন সরকারের বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে কথা বলেন। তিনি ৫ই আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানের অর্জন ধরে রাখার ওপর গুরুত্বারোপ করেন।

 

ডিবিসি/আরএসএল

আরও পড়ুন