মিয়ানমারের সামরিক-সমর্থিত রাষ্ট্রপতি মিন্ট সোয়ে ৭৪ বছর বয়সে মারা গেছেন। রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাতে আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, দীর্ঘ অসুস্থতার পর বৃহস্পতিবার (৭ই আগস্ট) সকালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করে জানানো হয়েছে, তাকে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হবে।
প্রাক্তন এই জেনারেল ২০২১ সালে অং সান সু চির বেসামরিক সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তবে, তিনি মূলত একজন আনুষ্ঠানিক রাষ্ট্রপ্রধান হিসেবেই দায়িত্ব পালন করছিলেন, যেখানে মূল ক্ষমতা ছিল সামরিক বাহিনীর প্রধান মিন অং হ্লাইং-এর হাতে।
পারকিনসন রোগের প্রভাবে গত বছর মিন্ট সোয়ে চিকিৎসার জন্য ছুটিতে গেলে মিন অং হ্লাইং 'ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি' হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছে, মৃত্যুর সময় তিনি ওজন হ্রাস, ক্ষুধামান্দ্য এবং স্মৃতিশক্তি হ্রাসের মতো শারীরিক সমস্যায় ভুগছিলেন এবং রাজধানী নেপিদোর একটি সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মিন্ট সোয়ে'র মৃত্যু এমন এক সময়ে ঘটল যখন মাত্র এক সপ্তাহ আগে সামরিক নেতা মিন অং হ্লাইং দেশে জরুরি অবস্থা তুলে নিয়ে আগামী ডিসেম্বরে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন। এই নির্বাচনকে সামরিক সরকারের বৈধতা অর্জন এবং ক্ষমতা দখলের পর থেকে চলা বছরের পর বছরের সহিংস রাজনৈতিক অস্থিরতা কমানোর একটি প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।
তথ্যসূত্র: আল জাজিরা
ডিবিসি/এমএআর