বাংলাদেশ, জেলার সংবাদ

মারাত্মক দূষণে অস্তিত্ব সংকটে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী

ডিবিসি নিউজ ডেস্ক

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মারাত্মক দূষণে অস্তিত্ব সংকটে মুন্সিগঞ্জের ধলেশ্বরী নদী। যে নদীর পানি এক সময় গৃহস্থালির কাজের পাশাপাশি খাবার পানি হিসেবে ব্যবহার হতো সেটি এখন দূষণে বিবর্ণ। দূষণ রোধে কাজ অব্যাহত রয়েছে দাবি পরিবেশ অধিদপ্তরের।

মুন্সিগঞ্জ শহরের কোল ঘেষে প্রবাহিত এক সময়ের স্রোতস্বিনী ধলেশ্বরী এখন মৃতপ্রায়। পানি পঁচে কালো হয়ে ছড়াচ্ছে দুর্গন্ধ। বিশেষ করে মীরকাদিম নৌ-বন্দর এলাকা থেকে মুন্সিগঞ্জ লঞ্চঘাট পর্যন্ত দূষণের কারনে বিলীন হতে চলেছে নদীর অস্তিত্ব।

 

শহরের আবর্জনা ও পৌরসভার ড্রেনের পানি সরাসরি ফেলা হচ্ছে নদীতে। ক্রমেই বিষাক্ত হয়ে উঠছে নদীর পানি।

 

মুন্সিগঞ্জ বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) সভাপতি মুজিবুর রহমান অভিযোগ করে বলেন, নদীর তীর দখল করে গড়ে উঠা শিল্প কারখানার কারণে মাত্রাতিরিক্ত দূষণের শিকার ধলেশ্বরী।    

 

মুন্সিগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ জহিরুল ইসলাম সরকার জানান, দূষণ রোধে কাজ করে পরিবেশ অধিদপ্তর। তাদের দায়িত্ব নদীর সীমানা রক্ষা করা। 

 

মুন্সিগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ মিজানুর রহমান বলেন, ইটিপি প্ল্যান্টের ব্যবহার নিশ্চিতে শিল্প কারখানাগুলো নিয়মিত তদারকি করার কথা বলছে পরিবেশ অধিদপ্তর।

 

ধলেশ্বরী রক্ষায় যথাযথ উদ্যোগ নেবে সংশ্লিষ্ট দপ্তরগুলো-প্রত্যাশা স্থানীয়দের।

 

ডিবিসি/ নাসিফ

আরও পড়ুন