আন্তর্জাতিক, ভারত

মারা গেল পা হারানো সেই রয়েল বেঙ্গল টাইগার 'রাজা'

সামান্তা সাইদ খান

ডিবিসি নিউজ

মঙ্গলবার ১২ই জুলাই ২০২২ ০৬:০৫:১০ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ভারতের আলিপুরদুয়ারের দক্ষিণ খয়েরবাড়ি বাঘ পুনর্বাসন কেন্দ্রে একটি বৃদ্ধ রয়েল বেঙ্গল টাইগার মারা গেছে।

রবিবার দিবাগত রাত ২টার দিকে রাজার মৃত্যু হয় বলে জানা গেছে।

 

জলদাপারা বনবিভাগ সূত্রে জানা গেছে, রাজার বয়স হয়েছিল ২৫ বছর ১০ মাস ১৮ দিন। তার মৃত্যুতে বাঘশূন্য হয়ে পড়ল খয়েরবাড়ির টাইগার পুনর্বাসন কেন্দ্র। 


রাজার মরদেহ সমাহিত করার আগে ফুল দিয়ে ভালোবাসা প্রকাশ করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। 

 
 
২০০৬ সালে পুনর্বাসন কেন্দ্রে ঠাঁই হয়েছিল বাঘটির। তার আগে সুন্দরবনের মাতলা নদী পেরোতে গিয়ে তার পেছনের বাঁ পা খুবলে নিয়েছিল কুমির। ওই পা হারানো বাঘকে আর বন্য পরিবেশে ফেরানোর ঝুঁকি নেয়নি বনদপ্তর। 

আরও পড়ুন