আগামীর বাংলাদেশে কোনো দল, ব্যক্তি বা মার্কা দেখে নয়, বরং যোগ্যতা দেখে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।
মঙ্গলবার (৯ই ডিসেম্বর) রাতে পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের কারিগরি কলেজ মাঠে এনসিপি বোদা উপজেলা আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক বক্তব্যের কঠোর সমালোচনা করে সারজিস আলম বলেন, বাংলাদেশের শীর্ষ একটি রাজনৈতিক দলের প্রধান হিসেবে তিনি শুধুমাত্র ধানের শীষ মার্কা দেখে অযোগ্য কাউকে ভোট দিতে বলার মাধ্যমে দেশের ভবিষ্যৎ অন্ধকারে ঢেকে দেওয়ার আহ্বান জানিয়েছেন।
তিনি আরও বলেন, সমালোচনাহীনতাই শেখ হাসিনাকে স্বৈরাচারে পরিণত করেছে। যত বড় দল বা ব্যক্তিই হোক, আগামী বাংলাদেশে আর কাউকে সমালোচনার বাইরে রাখা হবে না।
ডিবিসি/পিআরএএন