প্রায় ২৯ ঘণ্টার দীর্ঘ বিতর্কের পর, মার্কিন যুক্তরাষ্ট্রের হাউস অফ রিপ্রেজেন্টেটিভস (প্রতিনিধি সভা) "ওয়ান বিগ বিউটিফুল বিল" নামক একটি বিশাল কর ছাড় এবং ব্যয় প্যাকেজ পাশ করেছে। এই বিলটি রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের এজেন্ডার একটি অন্যতম প্রধান স্তম্ভ হিসেবে বিবেচিত হচ্ছে।
বৃহস্পতিবার (৩রা জুলাই) মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে এই বিলের পক্ষে ২১৮-২১৪ ভোটে বিলটি পাশ হয়। এই বিলটি এখন চূড়ান্ত অনুমোদনের জন্য রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পের কাছে পাঠানো হবে, এবং আশা করা হচ্ছে যে তিনি আজ, অর্থাৎ ৪ঠা জুলাই মার্কিন যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসে এতে স্বাক্ষর করবেন।
বিলটির মূল বিষয়বস্তু:
এই বিলের অধীনে, ২০১৭ সালে ট্রাম্পের প্রথম মেয়াদে চালু হওয়া কর ছাড়গুলোকে স্থায়ী রূপ দেওয়া হয়েছে। এছাড়াও, টিপস এবং ওভারটাইম থেকে আয়ের উপর কর ছাড়ের মতো নতুন কিছু বিষয়ও এতে অন্তর্ভুক্ত করা হয়েছে, যা ট্রাম্পের নির্বাচনী প্রতিশ্রুতিগুলোর মধ্যে অন্যতম ছিল।
ব্যয়ের ক্ষেত্রে, এই প্যাকেজটি মেডিকেড (নিম্ন আয়ের মানুষের জন্য স্বাস্থ্যসেবা) এবং ফুড স্ট্যাম্পের (খাদ্য সহায়তা) মতো সামাজিক সুরক্ষা কর্মসূচিগুলোতে ব্যাপক ব্যয় সংকোচনের প্রস্তাব করেছে। অন্যদিকে, প্রতিরক্ষা এবং সীমান্ত সুরক্ষায় বরাদ্দ বাড়ানো হয়েছে।
তথ্যসূত্র আল জাজিরা।
ডিবিসি/এমইউএ