বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের ২০ শতাংশ পাল্টা শুল্ক আরোপকে একটি বড় কূটনৈতিক বিজয় হিসেবে অভিহিত করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
প্রধান উপদেষ্টা উল্লেখ করেন, এই শুল্ক আরোপের হারটি পূর্বের প্রস্তাবিত হারের চেয়ে ১৭ শতাংশ কম। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
ড. ইউনূস বলেন, এই ঐতিহাসিক বাণিজ্য চুক্তির মাধ্যমে বিশ্বের বৃহত্তম ভোক্তা বাজারে বাংলাদেশের প্রবেশাধিকার আরও শক্তিশালী ও সুরক্ষিত হয়েছে। এর ফলে দেশের প্রধান জাতীয় স্বার্থগুলোও সুরক্ষিত থাকবে বলে তিনি মনে করেন।
যুক্তরাষ্ট্রের সঙ্গে এই গুরুত্বপূর্ণ বাণিজ্য চুক্তি সফলভাবে সম্পন্ন করায় তিনি শুল্ক আলোচক দলকেও অভিনন্দন জানিয়েছেন।
ডিবিসি/এনএসএফ