বাংলাদেশ, রাজনীতি

মার্কিন শুল্ক নিয়ে দরকষাকষিতে সতর্কতার পরামর্শ বিএনপির

ডেস্ক ‍নিউজ

ডিবিসি নিউজ

৯ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ইস্যুতে সরকারকে সতর্কতার সঙ্গে দর-কষাকষি করার পরামর্শ দিয়েছে বিএনপি। দলটি মনে করে, দেশের অর্থনীতির স্বার্থে এ বিষয়ে দলমত নির্বিশেষে সবার একসঙ্গে কাজ করা উচিত এবং বিএনপি এ ব্যাপারে সরকারকে সব ধরনের সহযোগিতা করবে।

আজ মঙ্গলবার (১৫ই জুলাই) রাজধানীর একটি হোটেলে মার্কিন শুল্ক বিষয়ে দেশের শীর্ষ ব্যবসায়ীদের সঙ্গে এক রুদ্ধদ্বার বৈঠক করেন বিএনপি নেতারা। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, দেশের রপ্তানি বাণিজ্যের জন্য যুক্তরাষ্ট্রের বাজার অত্যন্ত গুরুত্বপূর্ণ।

 

তিনি আরও বলেন, এর সঙ্গে কেবল ৮ বিলিয়ন ডলারের রপ্তানিই জড়িত নয়, বরং দেশের লাখ লাখ মানুষের জীবন ও জীবিকাও এর ওপর নির্ভরশীল। তাই দেশের স্বার্থে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

 

ডিবিসি/ এএমটি

আরও পড়ুন