যুক্তরাষ্ট্রে অবৈধভাবে অবস্থানের অভিযোগে আরও ৩৯ বাংলাদেশিকে দেশে ফেরত পাঠানো হয়েছে। আজ শনিবার (২রা আগস্ট) সকালে মার্কিন সামরিক বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে তারা ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন।
জানা গেছে, যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার (আইস) অধীনে এই ফেরত পাঠানোর প্রক্রিয়াটি সম্পন্ন হয়। এর আগে, পররাষ্ট্র মন্ত্রণালয়ের কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগ এক বিবৃতিতে জানিয়েছিল যে মোট ৬১ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হবে। তবে, পুলিশের বিশেষ শাখা (এসবি) সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, শেষ পর্যন্ত ৩৯ জন বাংলাদেশিকে বহনকারী চার্টার্ড ফ্লাইটটি ঢাকায় পৌঁছায়। ফেরত পাঠানো বাংলাদেশিদের চূড়ান্ত সংখ্যা নিয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও, এটি ট্রাম্প প্রশাসনের অবৈধ অভিবাসন বিরোধী কঠোর নীতিরই প্রতিফলন বলে মনে করা হচ্ছে।
ফেরত আসা বাংলাদেশিদের মানবিক মর্যাদা যেন অক্ষুণ্ণ থাকে, সে বিষয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কূটনৈতিক পর্যায়ে আলোচনা চালানো হয়েছিল। যুক্তরাষ্ট্র সরকার এই অনুরোধে ইতিবাচক সাড়া দিয়েছে। ফেরত পাঠানো এই বাংলাদেশিদের সঙ্গে কোনো প্রকার শারীরিক বা অপমানজনক আচরণ করা হয়নি এবং তাদের হাতকড়া পরানো হয়নি, যা অন্যান্য দেশের নাগরিকদের ক্ষেত্রে প্রায়শই দেখা যায়।
উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই অবৈধ অভিবাসীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর কার্যক্রমে গতি আনা হয়েছে। এর আগেও বিভিন্ন সময়ে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশি নাগরিকদের ফেরত পাঠানো হয়েছে। গত কয়েক বছরে ধাপে ধাপে আরও ১১৮ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। আজকের এই ঘটনাটিও সেই চলমান প্রক্রিয়ারই একটি অংশ, যা দেশটিতে অবৈধভাবে বসবাসকারী অভিবাসনপ্রত্যাশীদের জন্য একটি কঠোর বার্তা বহন করছে।
বিমানবন্দরে পৌঁছানোর পর সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলো ফেরত আসা বাংলাদেশিদের গ্রহণ করে এবং তাদের প্রয়োজনীয় সহায়তা প্রদান করে।
ডিবিসি/এনএসএফ