আন্তর্জাতিক

মার্কিন হামলার পর প্রথমবার জনসমক্ষে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

২২ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইরানের একাধিক পরমাণু স্থাপনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চালানো বিধ্বংসী হামলার পর সৃষ্ট তীব্র উত্তেজনার মধ্যেই প্রথমবারের মতো জনসমক্ষে এলেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

শনিবার (৫ই জুলাই) রাজধানী তেহরানের কেন্দ্রীয় ইমাম খোমেইনি মসজিদে পবিত্র আশুরা উপলক্ষে আয়োজিত একটি শোক অনুষ্ঠানে তাঁকে অংশ নিতে দেখা যায়। তাঁর এই উপস্থিতি ঘিরে বিশ্ব গণমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়েছে।

 

অনুষ্ঠানটি ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়, যেখানে দেখা যায়, সর্বোচ্চ নেতা কালো পোশাকে মঞ্চে দাঁড়িয়ে আছেন এবং নিচে উপস্থিত হাজার হাজার সমর্থক তাঁর সমর্থনে স্লোগান দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করছেন।

 

এর আগে, গত ১৩ই জুন ইরানে ইসরায়েলের হামলার ঘটনার পূর্বে তাঁকে সর্বশেষ জনসমক্ষে দেখা গিয়েছিল, যখন তিনি সংসদ সদস্যদের সঙ্গে একটি বৈঠকে মিলিত হয়েছিলেন। সম্প্রতি তিনি একটি পূর্বে ধারণকৃত ভিডিও বার্তায় বক্তব্য দিলেও সশরীরে উপস্থিত হননি।

 

তথ্যসূত্র আল জাজিরা

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন