বাংলাদেশ, রাজধানী

মার্চ পর্যন্ত বিক্রির সুযোগের আশ্বাসে মোবাইল ব্যবসায়ীদের অবরোধ প্রত্যাহার

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

৬ ঘন্টা আগে
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

শুল্ক ফাঁকি দিয়ে আনা বা আনঅফিসিয়াল মোবাইল হ্যান্ডসেট আগামী মার্চ মাস পর্যন্ত বিক্রির সুযোগ প্রদানের সরকারি আশ্বাসে অবরোধ প্রত্যাহার করেছেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

১৬ই ডিসেম্বর থেকে এনইআইআর (NEIR) বা মোবাইল ফোন নিবন্ধন প্রক্রিয়া চালুর বিষয়ে সরকারের অনড় অবস্থানের প্রতিবাদে বুধবার (১০ই ডিসেম্বর) সন্ধ্যা থেকে কারওয়ান বাজার এলাকার সড়ক অবরোধ করেন ব্যবসায়ীরা। এর ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয় এবং ঘরে ফেরা মানুষ চরম ভোগান্তিতে পড়েন। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বিক্ষুব্ধদের রাস্তা থেকে সরিয়ে দেয়।

 

এর আগে ডাক ও টেলিযোগাযোগ সচিব আব্দুন নাসের খানের সভাপতিত্বে মন্ত্রণালয়ের সভাকক্ষে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এতে মোবাইলফোন ইন্ডাস্ট্রি ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এমআইওবি), মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ (এমবিসিবি) এর শীর্ষ নেতারা এবং এনবিআর, বিটিআরসি ও স্পেকট্রাম বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

 

বৈঠকের আলোচনার পরিপ্রেক্ষিতেই ব্যবসায়ীরা অবরোধ তুলে নেন।


ডিবিসি/এএমটি

আরও পড়ুন