বিশ্বজুড়ে যখন ধর্মীয় অসহিষ্ণুতা ও হানহানি বাড়ছে, তখন সাম্প্রদায়িক সম্প্রীতির এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মালয়েশিয়া।
দেশটির রাজধানী কুয়ালালামপুর থেকে ৬০ কিলোমিটার দূরে কুয়ালা সেলাঙ্গর রাজ্যে মাত্র ২০০ মিটারের মধ্যে একই দেয়ালে গড়ে উঠেছে মসজিদ, মন্দির, গির্জা ও চাইনিজ টেম্পল।
এখানে ১০০ বছরের পুরনো মসজিদ এবং ১২০ বছরের পুরনো কোয়েল মন্দির পাশাপাশি অবস্থান করছে, যা দেখতে প্রতিদিন ভিড় করছেন দেশি-বিদেশি পর্যটকরা।
স্থানীয়দের মতে, সাঁঝবাতির সাথে সাথে মন্দিরের উলুধ্বনি এবং মসজিদের আযানের সুর একাকার হয়ে এক পবিত্র আবহ তৈরি করে। ভিন্ন ভিন্ন ধর্মের অনুসারীরা একে অপরের উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন এবং কোনো প্রকার বিভেদ ছাড়াই শত বছর ধরে সহাবস্থান করছেন, যা বিশ্ববাসীর জন্য এক অনুকরণীয় শিক্ষা।
ডিবিসি/এসএফএল