আন্তর্জাতিক, এশিয়া

মালয়েশিয়ায় জাল পাসপোর্ট তৈরির কারখানা থেকে দুই বাংলাদেশি আটক

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২২শে জুলাই ২০২৫ ০৫:০১:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মালয়েশিয়ার কুয়ালালামপুরে জাল পাসপোর্ট তৈরির একটি কারখানা থেকে দুই বাংলাদেশিকে আটক করেছে দেশটির অভিবাসন বিভাগ। কেপং এলাকার একটি অ্যাপার্টমেন্টে এই অভিযান পরিচালিত হয়। ঘটনাস্থল থেকে শত শত জাল পাসপোর্ট ও ভুয়া সনদপত্র জব্দ করা হয়েছে।

সিটি ইমিগ্রেশন বিভাগের এনফোর্সমেন্ট ডিভিশন জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এক মাস ধরে নজরদারির পর মঙ্গলবার (২২শে জুলাই) ভোরে কেপংয়ের ওই অ্যাপার্টমেন্টে অভিযান চালানো হয়। তিন বেডরুমের ওই ইউনিটে শত শত পাসপোর্ট তৈরির সরঞ্জাম পাওয়া যায়। অভিযানের সময় নবম তলার একটি কক্ষে দুই বাংলাদেশি যুবককে হাতেনাতে ধরা হয়। তখন একটি প্রিন্টারে বাংলাদেশি পাসপোর্টের পাতা ছাপা হচ্ছিল।

 

ঘটনাস্থল থেকে বাংলাদেশ, ভারত, নেপাল, ইন্দোনেশিয়া, পাকিস্তান ও মিয়ানমারের জাল পাসপোর্টের কভার উদ্ধার করা হয়। এছাড়া, মালয়েশিয়ায় অভিবাসী কর্মীদের চাকরির জন্য প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষার এজেন্সি ফোমেমার বেশ কিছু নথিও জব্দ করা হয়েছে। জানা গেছে, চক্রটি প্রতিটি জাল পাসপোর্ট তৈরির জন্য ৪০০ মালয়েশিয়ান রিঙ্গিত নিতো। আটককৃতদের হাতে-কলমে প্রক্রিয়াটি করে দেখাতে বললে তারা মাত্র ১০ মিনিটের মধ্যে একটি জাল পাসপোর্ট তৈরি করে দেখায়।

 

আটককৃত যুবকরা জানায়, তারা মাসিক প্রায় ২,৫০০ রিঙ্গিত বেতনে সেখানে শুধু কাজ করতো। দিনে ২০ থেকে ৩০টি জাল পাসপোর্ট তৈরি করতে পারেন বলে তাদের একজন গণমাধ্যমকে জানিয়েছেন। তার মতে একটি পাসপোর্ট বানাতে ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগে।

 

অভিযানের নেতৃত্বদানকারী সিটি ইমিগ্রেশন বিভাগের পরিচালক ওয়ান মোহাম্মদ সাউপি ওয়ান ইউসুফ বলেন, "এই চক্রের মূল উদ্দেশ্য ছিল পাসপোর্ট তৈরি করে ক্লিনিকগুলোকে ধোঁকা দিয়ে ফোমেমার ভুয়া রিপোর্ট তৈরি করা।" প্রবাসী কর্মীরা পরবর্তীতে এই জাল ফোমেমা রিপোর্ট ব্যবহার করে তাদের ওয়ার্ক পারমিট নবায়নের জন্য আবেদন করত।

 

আটককৃত দুই বাংলাদেশির বিরুদ্ধে অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর ৫৫ডি ধারায় তদন্ত চলছে।

ডিবিসি/এমএআর

আরও পড়ুন