মালয়েশিয়ায় কক্সবাজার ব্রাদার্স ইউনিয়ন আয়োজিত ৬ দলের ফুটসাল টুর্নামেন্টের ফাইনালে ফ্রেন্ডস ক্লাবকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বিডি.এফ.সি আম্পাং। কুয়ালালামপুরের আম্পাংয়ের ফুটসাল হাবে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।
ফুটবলের ছোট সংস্করণের এই আয়োজনটি প্রবাসীদের মিলন মেলায় পরিণত হয়, যেখানে ফুটবলকে ছাপিয়ে পারস্পরিক সম্পর্কের মেলবন্ধন গুরুত্ব পায়।
খেলা উপভোগ করতে মালয়েশিয়ার অন্যান্য রাজ্য থেকেও প্রবাসী বাংলাদেশীরা আম্পাংয়ের ফুটসাল হাবে ছুটে আসেন। আগত অতিথিরা বলেন, এমন আয়োজন একে অন্যের প্রতি সৌহার্দ্য-সম্প্রীতির বন্ধন তৈরি করতে ভূমিকা রাখে।
ছয় দলীয় এই ফুটবল টুর্নামেন্টের প্রতিটি খেলাই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। ফাইনালে ফ্রেন্ডস ক্লাবকে ৭-১ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বিডিএফসি আম্পাং।
টুর্নামেন্টে ম্যান অব দ্যা ফাইনাল হন সুমন, টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতা হন বিডিএফসি আম্পাংয়ের আকাশ এবং সেরা গোলকিপারের পুরস্কার পান সার্জিদ।
আয়োজকরা জানান, কর্মব্যস্ত জীবনে প্রবাসীদের একটু প্রশান্তির পরশ এনে দিয়েছে এই আয়োজন।
টুর্নামেন্টে বিজয়ী দলকে ক্রেস্ট ও ৬০ হাজার টাকা এবং রানার আপ দলকে ক্রেস্ট ও ৩৬ হাজার টাকা পুরস্কার দেওয়া হয়। এছাড়া বিভিন্ন ক্যাটাগরিতেও খেলোয়াড়দের পুরস্কৃত করা হয়।
ডিবিসি/এএমটি