মালিক এবং তার পার্টনার গিয়েছিলেন ডিনারে। সেই সুযোগে ঘরের স্লাইডিং দরজা খুলে বাইরের ষাঁড় আর ঘোড়াকে ভেতরে ঢোকার ব্যবস্থা করে দিল পোষা কুকুর। শীতাতপ নিয়ন্ত্রিত বসার ঘরে ফার্মের পশুদের এমন আয়েশি বিচরণের সিসিটিভি ফুটেজ দেখে হতবাক অস্ট্রেলিয়ার এক আইন প্রণেতা।
নর্দান টেরিটরির রাজনীতিবিদ অ্যান্ড্রু ম্যাকের ডারউইনের বাড়িতে ঘটা এই ঘটনার ভিডিও তিনি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেছেন।
অ্যান্ড্রু ম্যাক জানান, তিনি ও তাঁর বাগদত্তা বাড়ি থেকে বের হওয়ার মাত্র ১০ মিনিট পরেই এই কাণ্ড ঘটে। রেস্তোরাঁয় বসে মোবাইলে বাড়ির পেট-ক্যাম চেক করতে গিয়ে তিনি দেখেন, তাঁর বসার ঘরে আয়েশ করে ঘুরে বেড়াচ্ছে একটি বিশালাকার ষাঁড়।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, প্রথমে ‘থান্ডার’ নামের একটি কুকুর স্লাইডিং দরজাটি খোলার চেষ্টা করে। এরপর ‘সু’ নামের পোষা ষাঁড়টি দরজায় গা ঘষতে গিয়ে দরজা পুরোপুরি খুলে ফেলে। আর সেই সুযোগেই ষাঁড়টির পিছু পিছু ঘরের ভেতর ঢুকে পড়ে ‘ক্রিকেট’ নামের একটি ঘোড়া।
প্রায় দেড় ঘণ্টা ধরে অ্যান্ড্রুর অনুপস্থিতিতে বসার ঘরে রাজত্ব করে এই প্রাণীরা। তারা ক্যাবিনেট থেকে জিনিসপত্র ফেলে দেয় এবং মুরগির জন্য রাখা সবজির বাটি খুঁজে বের করে তা সারা ঘরে ছড়িয়ে ছিটিয়ে ফেলে।
এমনকি তৃষ্ণা মেটাতে তারা মাছের অ্যাকুরিয়াম থেকেও জল পান করে, যার ফলে ট্যাঙ্কের পানির স্তর অনেকটাই কমে যায়। ক্যামেরায় গরুর মাথা নড়তে দেখেই তড়িঘড়ি করে বাড়ি ফিরে আসেন অ্যান্ড্রু। স্বস্তির বিষয় হলো, সব পোষ্যই সুস্থ আছে।
তবে ফেসবুকে ভিডিও শেয়ার করে অ্যান্ড্রু রসিকতা করে লিখেছেন, বাইরের প্রাণীরা এখন জেনে গেল এসির বাতাস কেমন লাগে, তাই তারা নিশ্চিতভাবে আবারও ভেতরে আসার সুযোগ খুঁজবে।
সূত্র: সিবিএস নিউজ
ডিবিসি/এনএসএফ