আন্তর্জাতিক, এশিয়া

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে ব্যাপক বিক্ষোভ

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

শনিবার ২৬শে জুলাই ২০২৫ ০৬:১৪:২২ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহীমের পদত্যাগের দাবিতে বিক্ষোভ শুরু হয়েছে। শনিবার (২৬শে জুলাই) দেশটির রাজধানী কুয়ালালামপুরে আনোয়ারের পদত্যাগের দাবিতে আয়োজিত বিক্ষোভে হাজার হাজার মানুষ অংশ নেন। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় এবং প্রতিশ্রুত সংস্কার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর ব্যর্থতা নিয়ে অসন্তোষ প্রকাশ করছেন বিক্ষোভকারীরা।

সিঙ্গাপুরের সংবাদমাধ্যম দ্য স্ট্রেইটস টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, বিক্ষোভকারীদের অধিকাংশই 'তুরুন আনোয়ার' (আনোয়ার পদত্যাগ করো) স্লোগান লেখা কালো টি-শার্ট ও ব্যান্ড পরেছিলেন। তারা কুয়ালালামপুরের কেন্দ্রস্থল দিয়ে পদযাত্রা করে শহরের ঐতিহাসিক ইন্ডিপেন্ডেন্স স্কয়ারে সমবেত হন, যেখানে তারা বিরোধী দলের শীর্ষ নেতাদের ভাষণ শোনেন। বিক্ষোভে প্রাক্তন প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এবং মুহিউদ্দিন ইয়াসিনের উপস্থিতি আলাদা করে নজর কেড়েছে। পুলিশের হিসাবে, বিক্ষোভে অন্তত ১৮,০০০ মানুষ অংশ নিয়েছিল।

 

২০২২ সালের নভেম্বরে সংস্কারের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা আনোয়ার সরকারের রাজস্ব বাড়ানোর লক্ষ্যে নেওয়া কিছু পদক্ষেপের কারণে সমালোচিত হচ্ছেন। এর মধ্যে রয়েছে বিক্রয় ও পরিষেবা কর বৃদ্ধি এবং ভর্তুকি সমন্বয়। এতে সাধারণ মানুষের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি করেছে।

 

বিক্ষোভে অংশ নেওয়া এক আন্দোলনকারী বলেন, তিনি উদ্বিগ্ন কারণ নতুন কর এবং বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানের ওপর আরোপিত উচ্চ বিদ্যুতের শুল্কের বোঝা শেষ পর্যন্ত ভোক্তাদের ওপরই চাপানো হবে। তিনি বলেন, "এই করগুলো উৎপাদকদের ওপর আরোপ করা হয়েছে, তাই এটি স্বয়ংক্রিয়ভাবে খাবারের দামকে প্রভাবিত করবে।"

 

এছাড়াও, বিচার ব্যবস্থায় হস্তক্ষেপ এবং দুর্নীতিবিরোধী অভিযানে তার প্রতিশ্রুতির বিষয়েও আনোয়ারকে নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এর কারণ হলো, সম্প্রতি সরকারের সঙ্গে জোটবদ্ধ কয়েকজন ব্যক্তির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে নেওয়া হয়েছে এবং দেশের শীর্ষ বিচারপতি নিয়োগে বিলম্ব ঘটেছে। তবে প্রধানমন্ত্রী আনোয়ার আদালতে হস্তক্ষেপের অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছেন।

 

এদিকে, জীবনযাত্রার ব্যয় নিয়ে জনগণের উদ্বেগ প্রশমিত করার চেষ্টায় প্রধানমন্ত্রী এই সপ্তাহে নগদ অর্থ সহায়তা, দরিদ্র পরিবারের জন্য সাহায্য বৃদ্ধি এবং জ্বালানির দাম কমানোর প্রতিশ্রুতি ঘোষণা করেছেন।

 

সূত্র: দ্য স্ট্রেইটস টাইমস

ডিবিসি/এমএআর

আরও পড়ুন