২০১৪ সালে ইউক্রেনে মালয়েশিয়ার ফ্লাইট এমএইচ-১৭ বিধ্বস্ত হওয়ার ঘটনায় ৪ ব্যক্তির বিচার শুরু হয়েছে।
সোমবার (৯ই মার্চ), নেদারল্যান্ডসের হেগে পাঁচ বিচারকের আদালতে তিন রুশ নাগরিক ও এক ইউক্রেনীয় নাগরিকের বিচার শুরু হয়। তিন রুশ নাগরিকই সামরিক গোয়েন্দা সংস্থার কর্মকর্তা। সংশ্লিষ্ট দেশগুলো তাদের নাগরিকদের না পাঠানোয়, অভিযুক্তরা কেউই আদালতে হাজির হননি। তদন্তকারীরা বলছে, বাক মিসাইল দিয়ে বিমানটি ভূপাতিত করা হয়, যেটি রাশিয়ার একটি সামরিক ঘাঁটি থেকে সরবরাহ করা হয়।
২০১৪ সালের ১৭ই জুলাই সংঘর্ষপ্রবণ পূর্ব ইউক্রেনের লুহানস্কে রুশ বাক মিসাইলের আঘাতে বিধ্বস্ত হয় এমএইচ-১৭ বিমানটি। এতে নিহত হয় ক্রুসহ ২৯৮ জন। পশ্চিমা বিশ্ব অভিযোগ করে, হামলার পেছনে রাশিয়া দায়ী। যদিও বরাবরই অভিযোগ অস্বীকার করেছে ক্রেমলিন।