আন্তর্জাতিক, আমেরিকা

মাস্ককে ‘লাইনচ্যুত’, নতুন দল গঠনকে ‘হাস্যকর’ বললেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

ডিবিসি নিউজ

সোমবার ৭ই জুলাই ২০২৫ ১০:১৬:১৬ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রযুক্তি ধনকুবের ইলন মাস্কের নতুন রাজনৈতিক দল গঠনের পরিকল্পনাকে "হাস্যকর" বলে অভিহিত করেছেন এবং মহাকাশ গবেষণায় মাস্কের ব্যবসায়িক স্বার্থের কারণে তার মনোনীত নাসা প্রধানের নিয়োগ একটি স্বার্থের সংঘাত (conflict of interest) হতো বলে মন্তব্য করেছেন।

ইলন মাস্কের সাথে ট্রাম্পের দ্বন্দ্ব নতুন মাত্রা পায় যখন মাস্ক "আমেরিকা পার্টি" নামে একটি নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দেন। এর একদিন পর, রবিবার (৬ই জুলাই) নিউ জার্সির মরিসটাউন থেকে ওয়াশিংটনে ফেরার পথে এয়ার ফোর্স ওয়ানে ওঠার আগে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ট্রাম্প এই মন্তব্য করেন।

 

ট্রাম্প বলেন, "আমি মনে করি তৃতীয় একটি দল গঠন করা হাস্যকর। আমাদের দেশে দুই-দলীয় ব্যবস্থা রয়েছে। তৃতীয় একটি দল কেবল বিভ্রান্তিই বাড়াবে। "তিনি আরও বলেন, "তৃতীয় কোনো দল কখনোই সফল হয়নি, তাই সে (মাস্ক) এটা নিয়ে মজা করতে পারে, কিন্তু আমি মনে করি এটি হাস্যকর।"

 

এর কিছুক্ষণ পরেই, ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম 'ট্রুথ সোশ্যালে' মাস্ককে নিয়ে আরও মন্তব্য করেন। তিনি লেখেন, "বিগত পাঁচ সপ্তাহে ইলন মাস্ককে সম্পূর্ণ 'লাইনচ্যুত' হতে দেখে আমি দুঃখিত।"

 

শনিবার মাস্ক ঘোষণা করেন যে, তিনি ট্রাম্পের ট্যাক্স-ছাড় এবং ব্যয় বিলের প্রতিক্রিয়ায় "আমেরিকা পার্টি" প্রতিষ্ঠা করছেন। মাস্কের মতে, এই বিল দেশকে দেউলিয়া করে দেবে। মাস্ক জানিয়েছেন, তার নতুন দল আগামী বছরের মধ্যবর্তী নির্বাচনে সেইসব রিপাবলিকান আইনপ্রণেতাদের চ্যালেঞ্জ জানাবে যারা এই বিলকে সমর্থন করেছেন।

 

তথ্যসূত্র বার্তাসংস্থা রয়টার্স

 

ডিবিসি/এমইউএ

আরও পড়ুন