বাংলাদেশ, রাজধানী

মাহফুজ আনাম ও নূরুল কবীরকে রেখে প্রেস কাউন্সিলের নতুন কমিটি

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

মঙ্গলবার ২৯শে জুলাই ২০২৫ ০৮:১৭:২৩ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ইংরেজি দৈনিক ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম ও নিউএইজের সম্পাদক নূরুল কবীরকে রেখে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে।

সোমবার (২৯শে জুলাই) তথ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য দেওয়া হয়েছে।

 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রেস কাউন্সিল আইন, ১৯৭৪-এর ৪(১) ও ৪(২) উপধারার বিধান অনুযায়ী গঠিত প্রেস কাউন্সিলের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। সরকারের গেজেট আকারে প্রকাশিত এই প্রজ্ঞাপনে বিভিন্ন সাংবাদিক সংগঠন, সম্পাদক পরিষদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ও বাংলাদেশ বার কাউন্সিলের প্রতিনিধিরা স্থান পেয়েছেন।

 

ঘোষিত কমিটিতে নতুন ১২ জন সদস্য মনোনয়ন দেওয়া হয়েছে। তারা হলেন, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত সভাপতি ওবায়দুর রহমান শাহীন, ইকোনমিক রিপোর্টার্স ফোরামের সভাপতি দৌলত আকতার মালা, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. শহিদুল ইসলাম, ডেইলি স্টারের সম্পাদক ও প্রকাশক মাহফুজ আনাম; নিউএইজের সম্পাদক নূরুল কবীর ও বণিক বার্তার সম্পাদক ও প্রকাশক দেওয়ান হানিফ মাহমুদ।

 

এছাড়া আছেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক শামসুল হক জাহিদ, দৈনিক পূর্বকোণের সম্পাদক রমিজ উদ্দিন চৌধুরী ও নিউজ পেপার ওনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (নোয়াব) উপদেষ্টা আখতার হোসেন খান। কমিটিতে বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মোহাম্মদ আজম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সচিব মো. ফখরুল ইসলাম ও বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীনকেও রাখা হয়েছে।

গত বছরের নভেম্বরে বাংলাদেশ প্রেস কাউন্সিলের নতুন চেয়ারম্যান হিসেবে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আব্দুল হাকিমকে নিয়োগ দেওয়া হয়। তিনি তিন বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পান।

 

এর আগে আওয়ামী লীগ সরকারের আমলে প্রেস কাউন্সিলের চেয়ারম্যানের দায়িত্ব পাওয়া নিজামুল হকের চুক্তিভিত্তিক নিয়োগ গত ৯ সেপ্টেম্বর বাতিল করে অন্তর্বর্তীকালীন সরকার।

 

ডিবিসি/এনএসএফ

আরও পড়ুন