বাংলাদেশ

মায়ের অসুস্থতার ঘটনা ভুয়া, পরীক্ষা দেয়ার সুযোগ পাবেনা আনিসা

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

রবিবার ১০ই আগস্ট ২০২৫ ১২:৩০:৫৭ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

বাংলা প্রথম পত্র পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছেন না রাজধানীর বাঙলা কলেজ কেন্দ্রের আলোচিত এইচএসসি পরীক্ষার্থী আনিসা আহমেদ।

আনিসা আহমেদ, যিনি একজন এইচএসসি পরীক্ষার্থী, বাংলা প্রথম পত্র পরীক্ষা দিতে পারেননি কারণ তিনি নির্ধারিত সময়ের চেয়ে এক ঘণ্টা দেরিতে কেন্দ্রে পৌঁছেছিলেন। সামাজিক মাধ্যমে তার কান্নার ছবি ভাইরাল হওয়ার পর দাবি করা হয়েছিল যে তার মা স্ট্রোক করায় তিনি হাসপাতালে নিয়ে গিয়েছিলেন, যে কারণে তার দেরি হয়।

 

তবে শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ডের তদন্তে এই দাবির সত্যতা মেলেনি।

 

শিক্ষা মন্ত্রণালয় বা ঢাকা বোর্ড আনিসাকে বাংলা প্রথম পত্র পরীক্ষা দেওয়ার সুযোগ দেওয়ার জন্য কোনো সিদ্ধান্ত নেয়নি। ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বিষয়টি নিশ্চিত করেছেন।

 

শিক্ষা মন্ত্রণালয় ও ঢাকা বোর্ডের একাধিক সূত্র জানায়, সামাজিক মাধ্যমে আনিসার বিষয়টি যেভাবে এসেছে, তা পুরোপুরি সত্য নয়। মন্ত্রণালয়ের নির্দেশে ঢাকা বোর্ডের দুটি টিম পৃথক তদন্ত করে মন্ত্রণালয়ে প্রতিবেদন জমা দিয়েছে। এতে আনিসার দাবির সত্যতা মেলেনি।

 

অধ্যাপক খন্দোকার এহসানুল কবির বলেন, পরীক্ষা দিতে না পারা বিষয়ের একটি পত্রে যদি যে ৬৬ নম্বর পায়, তাহলে পাস করে যাবে।

 

ডিবিসি/ এমইউএ

আরও পড়ুন