বাংলাদেশ, জেলার সংবাদ

মায়ের কোল ফিরে পেল চুরি হওয়া শিশু সায়ান

ঠাকুরগাঁও প্রতিনিধি

ডিবিসি নিউজ

বৃহঃস্পতিবার ১৩ই মার্চ ২০২৫ ১০:৫৬:১৪ পূর্বাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ঠাকুরগাঁও সদর হাসপাতাল থেকে চুরি হওয়া তিন বছরের শিশু সায়ান আহমেদ অবশেষে মায়ের কোলে ফিরেছে। মঙ্গলবার (১২ই মার্চ) তাকে ঠাকুরগাঁওয়ে এনে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

শিশুটি চুরির ঘটনায় জড়িত চারজনকে আটক করেছে পুলিশ। আটকরা হলেন— গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার নুলতলা গ্রামের সোনালী আক্তার শিরিন (২০) ও তার স্বামী মো. রাজু কবিরাজ (২২), নেত্রকোণার কলমাকান্দা উপজেলার চকপাড়া গ্রামের বাসিন্দা মো. লিটন মিয়া (৩৫) ও তার স্ত্রী লাভলী বেগম (৩২)।

 

আটক চারজনকে আজ বুধবার (১৩ই মার্চ) আদালতে তোলা হবে বলে জানিয়েছেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জাহিদুল ইসলাম।

 

পুলিশ সুপার জাহিদুল ইসলাম ফুল দিয়ে শিশুটিকে বরণ করে নেন। এ সময় তিনি শিশুটিকে কোলে নিয়ে আদর করেন এবং তার পরিবারের হাতে বেশ কিছু উপহার সামগ্রী তুলে দেন।

 

শিশু সায়ান ঠাকুরগাঁও সদর উপজেলার মোজা বনি গ্রামের শিমুল ইসলাম ও হাসি আক্তার দম্পতির সন্তান।

 

ডিবিসি/এএনটি

আরও পড়ুন