বিনোদন

মা হারালেন মডেল অভিনেত্রী শেহতাজ

বিনোদন ডেস্ক

ডিবিসি নিউজ

শুক্রবার ৯ই ফেব্রুয়ারি ২০২৪ ০৯:৫৯:৪৯ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

মা হারালেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী শেহতাজ মুনিরা হাশেম। অভিনেত্রীর মা শাহিনা খন্দকার আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) ভোর ৬টা ৩০ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন।

বিষয়টি সোশ্যাল মিডিয়া ফেসবুকে এক পোস্টে নিশ্চিত করেছেন শেহতাজের স্বামী সংগীতশিল্পী প্রীতম হাসান।

 

এদিন বেলা ১২টা ৩৫ মিনিটে এ গায়ক লেখেন- আমার শাশুড়ি আজ ভোর সাড়ে ছয়টায় মারা গেছেন। তার জন্য আপনারা দোয়া করবেন। এছাড়া সংবামাধ্যমকে তিনি বলেন, আসলে এই পরিস্থিতিতে আমি কথা বলার মতো অবস্থায় নেই।

 

এদিকে অভিনেত্রী শেহতাজের মায়ের মৃত্যুর খবর শুনে গায়কের পোস্টে মন্তব্যের ঘরে শোক প্রকাশ করেছেন ইন্ডাস্ট্রির সহকর্মী এবং শুভাকাঙ্ক্ষীরা।

 

প্রসঙ্গত, ২০২২ সালে শেহতাজের বাবা মো. আবুল হাশেম মিয়ার মৃত্যু হয়। ওই বছরের ৪ জুলাই দিবাগত রাত ২টায় রাজধানীর বেসরকারি একটি হাসপাতালে মৃত্যু হয় তার। বাবার মৃত্যুর প্রায় দুই বছর পর মা হারালেন এই অভিনেত্রী।

 

ডিবিসি/ এইচএপি

আরও পড়ুন