বাংলাদেশ, রাজনীতি

মিছিল আর স্লোগানে সিলেটের সমাবেশস্থলে বিএনপি নেতাকর্মীদের ঢল

ডেস্ক প্রতিবেদন

ডিবিসি নিউজ

২ ঘন্টা আগে
Facebook NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

ধানের শীষে ভোট চেয়ে সিলেটে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২২ জানুয়ারি) নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে আয়োজিত বিএনপির এই প্রথম নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে পুরো সিলেটে উৎসবমুখর পরিবেশ তৈরি হয়েছে।

সকাল ১০টায় জনসভা শুরু হওয়ার কথা থাকলেও ভোর থেকেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে আলিয়া মাদ্রাসা মাঠে জড়ো হতে শুরু করেন নেতাকর্মীরা। সিলেট মহানগর ছাড়াও বিভাগের হবিগঞ্জ, সুনামগঞ্জ ও মৌলভীবাজার জেলা থেকে বিপুল সংখ্যক কর্মী-সমর্থক জনসভাস্থলে এসে পৌঁছেছেন। অনেক নেতাকর্মী বুধবার (২১ জানুয়ারি) রাত থেকেই মাঠের একপাশে শামিয়ানা ও ত্রিপল টাঙিয়ে অবস্থান নিয়েছিলেন।


আজকের জনসভা থেকে সিলেট বিভাগের মোট ১৯টি আসনের প্রার্থীদের আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেবেন তারেক রহমান। এর মধ্যে সিলেট জেলার ৬টি এবং সুনামগঞ্জ জেলার ৫টি আসনের প্রার্থীদের নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।


সমাবেশ স্থলের উত্তর অংশে জুলাই বিপ্লবের শহীদ ও আহত পরিবারের সদস্যদের বসার জন্য পৃথক স্থান নির্ধারণ করা হয়েছে। নিরাপত্তার স্বার্থে মঞ্চের সামনে প্রায় ৩০ ফুট এলাকা বাঁশের ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয়েছে।


জনসভা উপলক্ষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বুধবার রাতেই সিলেটে পৌঁছেছেন। তারা গত রাতে হযরত শাহজালাল (র.) ও হযরত শাহপরাণ (র.)-এর মাজার জিয়ারত সম্পন্ন করেছেন। আজ বেলা ১১টার দিকে জনসভায় প্রধান অতিথি হিসেবে তারেক রহমানের বক্তব্য রাখার কথা রয়েছে।


সিলেট-১ আসনকে কেন্দ্র করে বরাবরের মতো এবারও বড় পরিসরে এই জনসভার আয়োজন করা হয়েছে। যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নগরজুড়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন। 


ডিবিসি/এসএফএল

আরও পড়ুন