বাংলাদেশ, রাজনীতি

মিটফোর্ড হত্যাকাণ্ডের মূল আসামিদের বাদ দেওয়া রহস্যজনক

ডেস্ক নিউজ

ডিবিসি নিউজ

শনিবার ১২ই জুলাই ২০২৫ ০৩:৪৫:২৮ অপরাহ্ন
Facebook NewsTwitter NewswhatsappInstagram NewsGoogle NewsYoutube

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালের সামনে যুবদল কর্মী মোহাম্মদ সোহাগকে প্রকাশ্যে পাথর দিয়ে মাথা থেঁতলে হত্যার ঘটনায় মূল ৩ আসামিকে গ্রেপ্তার না করা এবং মামলার এজাহার থেকে তাদের নাম বাদ দেওয়া রহস্যজনক বলে জানিয়েছে বিএনপির সহযোগী তিন সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল।

আজ শনিবার (১২ই জুলাই) নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই উদ্বেগের কথা জানান যুবদলের সভাপতি এম মোনায়েম মুন্না। 

 

তিনি বলেন, ভিডিও এবং সিসিটিভি ফুটেজে যাদের স্পষ্টভাবে হত্যাকাণ্ড ঘটাতে দেখা গেছে, রহস্যজনকভাবে তাদের মামলার প্রধান আসামি করা হয়নি। যারা প্রাণঘাতী আঘাত করেছে, তারা এখনো গ্রেপ্তার হয়নি। এর পেছনের কারণ আমাদের বোধগম্য নয়।

 

মুন্না আরও উল্লেখ করেন, নিহত সোহাগের মেয়ের বরাত দিয়ে গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যে, পুলিশ মামলার এজাহার থেকে হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত তিনজনকে বাদ দিয়ে নিরাপরাধ ব্যক্তিদের আসামি করেছে। 

 

সংবাদ সম্মেলনে তিনি আইন প্রয়োগকারী সংস্থার কাছে প্রশ্ন রেখে বলেন, কারা এবং কী কারণে এই তিন মূল আসামিকে বাদ দিয়ে অন্যদের আসামি করল তা খুঁজে বের করার দাবি জানাচ্ছি। এছাড়াও, বুধবার (৯ই জুলাই) এর ঘটনা শুক্রবার (১১ই জুলাই) ব্যাপকভাবে প্রচারিত হওয়ার পেছনের কারণ অনুসন্ধানেরও দাবি জানান তিনি।

 

এম মোনায়েম মুন্না দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, রাজধানীতে প্রকাশ্য দিবালোকে এমন নৃশংস হত্যাকাণ্ড সমস্ত জাতিকে স্তম্ভিত করেছে। সভ্যতার এই যুগে এ ধরনের আদিম বর্বরতা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তিনি এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

 

সাংগঠনিক দায়বদ্ধতার কথা উল্লেখ করে মুন্না বলেন, এই ঘটনায় ইন্ধনদাতা হিসেবে আমাদের তিন সংগঠনের যে পাঁচজনের নাম এসেছে তাদের আমরা আজীবনের জন্য বহিষ্কার করেছি। আমরা আইনশৃঙ্খলা বাহিনীকে তাদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার আহ্বান জানাচ্ছি। সাংগঠনিক জবাবদিহিতার জায়গা থেকে যা যা করণীয়, আমরা সেই ব্যবস্থা গ্রহণ করেছি।

 

ডিবিসি/ এএমটি

আরও পড়ুন