মিটার না দেখেই অনুমান নির্ভর ভুতুড়ে বিদ্যুৎ বিল দেয়ার অভিযোগ করেছেন পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর গ্রাহকরা। জানিয়েছেন, ব্যবহারের সাথে সঙ্গতি নেই বিদ্যুৎ বিলের। কর্তৃপক্ষকে জানিয়েও প্রতিকার না পাওয়ায় ক্ষুব্ধ স্থানীয় গ্রাহকেরা।
গরমের চেয়ে শীতে বিদ্যুতের ব্যবহার কম হলেও পাবনার চাটমোহরে গ্রাহকদের বিদ্যুতের বিল দেয়ার ক্ষেত্রে ঘটছে তার উল্টো। বছরের অন্য সময়ের তুলনায় গত নভেম্বর মাসে সমিতির বেশির ভাগ গ্রাহকের বিদ্যুৎ বিল এসেছে কয়েকগুণ বেশি।
গ্রাহকদের অভিযোগ, সমস্যার সমাধান না করে উল্টো বাড়তি বিল কিস্তিতে পরিশোধের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। সমিতির ব্যবস্থাপনা পরিচালকও কথাতেও মিললো অনিয়মের চিত্র।
দ্রুতই এ সমস্যার সমাধান করে ভুতুড়ে বিলের জন্য দায়ীদের শাস্তি চান এলাকাবাসী। চাটমোহরসহ পাবনার ছয়টি উপজেলার প্রায় সাড়ে ৩ লাখ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করে পাবনা পল্লী বিদ্যুৎ সমিতি-১।